5.1 হোম অডিও স্পিকার লঞ্চ করল জাপানের এই কোম্পানি

5.1 হোম অডিও স্পিকার লঞ্চ করল জাপানের এই কোম্পানি

ভারতে XS-XN511A Bluetooth হোম অডিও স্পিকারটি লঞ্চ করেছে JVC

হাইলাইট
  • ভারতে লঞ্চ হল JVC XS-XN511A
  • এই হোম অডিও স্পিকারের দাম 11,999 টাকা
  • 5.1 চ্যানেলের এই স্পিকারে রয়েছে অ্যাড্রিনালিন চার্জ করে দেওয়ার মতো বাস
বিজ্ঞাপন

ভারতের বাজারে নিজেদের প্রোডাক্ট লাইন আপ আরও বড় করলো JVC। গতকাল XS-XN511A Bluetooth হোম অডিও স্পিকারটি লঞ্চ করেছে জাপানের এই কোম্পানিটি। নতুন এই হোম অডিও সিস্টেমে থাকবে 5.1 চ্যানেল সাপোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি আর LED লাইট। এই প্রথম 5.1 চ্যানেলের হোমডিও সিস্টেম লঞ্চ করলো JVC। ইতিমধ্যেই Croma, Flipkart সারা দেশের একাধিক রিটেল চ্যানেলে শুরু হয়ে গিয়েছে নতুন XS-XN511A এর বিক্রি। এই হোম অডিও সিস্টেমের দাম 11,999 টাকা। যদিও Flipkart এ এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে মাত্র 6,499 টাকায়। এছাড়াও Flipkart এর গ্রাহকরা XS-XN511A এর সাথেই পেয়ে যাবেন নো কস্ট EMI এর অপশান।

JVC XS-XN511A তে পাবেন 135W PMPO আউটপুট। কোম্পানি জানিয়েছে এই হোম অডিও সিস্টেমে থিয়েটারের মতো হয়ে উঠবে আপনার লিভিং রুম। এর ভিতরে রয়েছে 6.5 ইঞ্চি 50W একটি সাবউফার। আর রয়েছে পাঁচটি 3 ইঞ্চি 15W স্যাটেলাইট স্পিকার। এই সিস্টেমে ব্যালেন্সড সাউন্ড দেওয়ার জন্য JVC ডিজিটাল অ্যামপ্লিফায়ার ব্যাবহার করেছে। 40-20,000Hz পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যে সাপোর্ট করবে এই হোম অডিও সিস্টেমটি।

JVC XS-XN511Aএর সাথেই কোম্পানি দিয়েছে একটি USB পোর্ট, AUX ইনপুট আর একটি microSD কার্ড স্লট। এর সাথেই থাকছে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। কোম্পানি জানিয়েছে এই ডিভাইসে থাকবে অ্যাড্রিনালিন চার্জ করে দেওয়ার মতো বাস আর ডাইনামিক ট্রিবল।

গত মার্চে JVC লঞ্চ করেছিল XS-XN226 পোর্টেবেল স্পিকারটি। এই স্পিকারে ছিল একটি 1000Mah ইন বিল্ট ব্যাটারি। স্পিকারটির দাম 1,999 টাকা। এই পোর্টেবেল স্পিকারে রয়েছে Bluetooth কানেক্টিভিটি, AUX আউটপুট আর TF কার্ড সাপোর্ট। একটি রাবার অয়েল কোটেড স্মুদ ও ম্যাট ফিনিশে কোম্পানি লঞ্চ করেছিল এই পোর্টেবেল ব্লুটথ স্পিকারটি।

এবার নতুন এই 5.1 হোম অডিও সিস্টেম লঞ্চ করে ভারতের অডিও সেগমেন্টে নিজেদের উপস্থিতি আরও ভালো করে জানিয়ে দিল জাপানের এই টেকনোলজি কোম্পানিটি। জাপানের ইলেকট্রনিক ডিভাইসের সুনাম সারা বিশ্ব জুড়েই। তাই কোম্পানির নতুন এই লঞ্চ ভারতের গ্রাহকদের মন জয় করবে বলেই আশা প্রকাশ করেছে JVC।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: JVC XS XN511A, JVC, Bluetooth speaker
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Huawei কোম্পানির পক্ষ থেকে 6,620mAh ব্যাটারীর সাথে উন্মোচিত হয়েছে Huawei Enjoy 80
  2. Insta360 X4-এর উত্তরসূরী হিসেবে ভারতে উম্মোচিত হয়েছে Insta360 X5
  3. Intel Celeron প্রসেসর নিয়ে আসতে চলেছে Asus কোম্পানির নতুন ল্যাপটপ
  4. ভারতের বাজারে উন্মোচিত হয়েছে রেডমীর একদম নতুন স্মার্টওয়াচ Redmi Watch Move
  5. খুব শীঘ্রই Nothing CMF Phone 2 Pro উম্মোচিত করতে চলেছে
  6. আকর্ষণীয় নতুন ডিজাইন ও দামে সাথে ভারতে HMD Barbie Phone লঞ্চ হলো
  7. প্রকাশিত হলো বিভিন্ন রকম RAM ও স্টোরেজ বিকল্পের সাথে Oppo K12s 5G-ফোনটির বিবরণ
  8. আগামী 24 এপ্রিল Oppo নিয়ে আসতে পারে একটি নতুন হ্যান্ডসেট Oppo A5 Pro 5G
  9. 50-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে ভারতের বাজারে উন্মোচিত হলো Itel A95 5G
  10. এই প্রথম Motorola কোম্পানী নিয়ে এলো তাদের ল্যাপটপ Moto Book
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »