স্যামসাং গ্যালাক্সি J এবং A সিরিজের স্মার্টফোনগুলি ভারতে আসতে চলেছে মে মাসের 21 তারিখে

A  সিরিজের মধ্যে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি A6 এবং স্যামসাং গ্যালাক্সি A6+।

স্যামসাং গ্যালাক্সি J এবং A সিরিজের স্মার্টফোনগুলি ভারতে আসতে চলেছে মে মাসের 21 তারিখে
হাইলাইট
  • গ্যালাক্সি J সিরিজের দাম হবে 15,000 থেকে 20,000 টাকা
  • গ্যালাক্সি এ সিরিজ দাম হবে 20,000 থেকে 25,000 টাকা
  • 21শে মে সম্ভবত লঞ্চ হবে ফোনগুলি
বিজ্ঞাপন

গুজবে জল ঢেলে স্যামসাং অবশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যাতে বলা হয়েছে " সে হেলো টু ইনফিনিটি ডিসপ্লে এন্ড মোর।"
এটিই ইঙ্গিত করছে যে তাদের নতুন স্মার্ট ফোনে থাকছে ইনফিনিটি ডিসপ্লে। এই টেক জায়ান্ট এবার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনতে চলেছে দুটি স্যামসাং গ্যালাক্সি J সিরিজের স্মার্টফোন এবং দুটি স্যামসাং গ্যালাক্সি A সিরিজের ফোন। আশা করা যাচ্ছে যে এগুলি স্যামসাং-এর মাঝারি মানের স্মার্টফোনের বিভাগেই পড়বে। গ্যালাক্সি J সিরিজের মধ্যে থাকবে গ্যালাক্সি J4 এবং গ্যালাক্সি J6 এবং A  সিরিজের মধ্যে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি A6 এবং স্যামসাং গ্যালাক্সি A6+।

সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে চারটি ফোনই ভারতে তৈরি এবং A সিরিজের ফোনগুলির দাম থাকবে 20000 টাকা থেকে 25000 টাকার মধ্যে। অন্যদিকে J সিরিজের ফোনগুলি 15000 থেকে 20000 টাকা মূল্যের হবে। ইনফিনিটি ডিসপ্লে প্রসঙ্গে উল্লেখ্য, এটি প্রথম দেখা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি নোট 8 এবং স্যামসাং গ্যালাক্সি S9 এ। এবার সেগুলি মাঝারি মূল্যের স্মার্টফোনগুলিতেও আনতে চলেছে স্যামসাং। এদের মধ্যে দুটিতে থাকছে ডুয়াল ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি A6, গ্যালাক্সি A6+ -এর সবিস্তার বিবরণী

স্যামসাং গ্যালাক্সি A6 এবং স্যামসাং গ্যালাক্সি A6+ এই মাসেই প্রকাশ পেয়েছে দক্ষিণ কোরিয়াতে। গ্যালাক্সি A6 এ আছে 5.6-ইঞ্চি HD+ (720x1480 পিক্সেল) প্যানেল অন্যদিকে গ্যালাক্সি A6+ এ 6.0 ইঞ্চি সম্পূর্ণ HD+(1080x2220 পিক্সেল) ডিসপ্লে থাকছে। উভয় ফোনেই 18.5: 9 অ্যাসপেক্ট রেশিও সহ ইনফিনিটি ডিসপ্লে থাকবে।

অ্যানড্রএড 8.0 ওরিও যুক্ত গ্যালাক্সি A6 এবং গ্যালাক্সি A6+ এ যথাক্রমে অক্টা-কোর 1.6 গিগাহার্জ ও অক্টা-কোর 1.8 গিগাহার্জ SoC থাকবে। উভয় হ্যান্ডসেট 3 জিবি RAM + 32 জি বি অভ্যন্তরীণ স্টোরেজ, এবং 4 জি বি Ram  + 64 জি বিইনবিল্ট স্টোরেজ অপশনে পাওয়া যাবে এবং দুটিই 256 জি বি ক্ষমতা পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে।

ক্যামেরা প্রসঙ্গে, গ্যালাক্সি A6 এর একটি 16 মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার সেন্সর রয়েছে যার সাথে আছে f / 1.7 অ্যাপারচার। গ্যালাক্সি A6+এ f / 1.7 অ্যাপারচারের সাথে 16-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f / 1.9 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেল সেন্সর যুক্ত একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। উভয় ফোনের পিছনে একটি মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। গ্যালাক্সি A6 এর ব্যাটারিটি 3000 এমএএইচ পাওয়ার যুক্ত অন্যদিকে গ্যালাক্সি A6+ এর ব্যাটারিটি ব্যাটারিটি 3500 এমএএইচ ইউনিট যুক্ত। সেলফি এবং ভিডিও কল করার জন্য, গ্যালাক্সি A6 এ একটি 16 মেগাপিক্সেল এবং গ্যালাক্সি A6+ এ 24 মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ফ্রন্ট ক্যামেরা থাকছে। 

স্যামসাং গ্যালাক্সি J4, স্যামসাং গ্যালাক্সি J6 এর প্রত্যাশিত বিবরণী

উভয় স্মার্টফোনেই একটি 'S বাইক মোড' এবং একটি 'আল্ট্রা ডেটা সেভিং' বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি J6 এ একটি 5.6 ইঞ্চি HD+ (720x1480 পিক্সেল) AMOLED ইনফিনিটি ডিসপ্লে, একটি অক্টা-কোর এক্সিনোস 7870 SoC, 2 জিবি, 3 জিবি এবং 4 জিবি RAM অপশন, 3000 এমএএইচ ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্ট, 32 জিবি এবং 64 জিবি  স্টোরেজ অপশন, এবং 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর এবং 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর।

স্যামসাং গ্যালাক্সি J4 হ্যান্ডসেটটিতে একটি 5.5 ইঞ্চি HD ডিসপ্লে, একটি কোয়াড-কোর এক্সিনস 7570 SOC, 2 জিবি ও 3 জিবি RAM অপশন থাকছে।এটিতে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর অন্তর্ভুক্ত - উভয় সেন্সর একটি LED ফ্ল্যাশের সঙ্গে আসে। হ্যান্ডসেটটিতে 4 জি এলটিটি সংযোগসহ  ডুয়াল সিম স্লট এবং 3000 এমএএইচ ব্যাটারিও আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. HMD দুই নতুন ফিচার ফোন লঞ্চ করল, দাম 949 টাকা, গ্রাম থেকে শহর সবার পছন্দ হবে
  2. ক্রেজি অফারের সঙ্গে Nothing Phone 3 Lite-এর সেল শুরু, ট্রান্সপারেন্ট স্টাইলের স্মার্টফোন সবথেকে সস্তায়!
  3. Xiaomi Mix TriFold: Samsung-কে টেক্কা দিতে ট্রাই-ফোল্ড ফোন আনছে Xiaomi, লঞ্চ 2026 সালে
  4. Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরার ফোন 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় এই অফার জেনে নিন
  5. Poco C85 5G: বাজেট ফোনে এত সুন্দর ডিজাইন! বাজার কাঁপাতে আসছে পোকো
  6. Realme বর্ষশেষে বড় ধামাকা নিয়ে হাজির, শীঘ্রই লঞ্চ হচ্ছে Narzo সিরিজের দুই নতুন ফোন
  7. Apple-এর নতুন চমক, আসছে iPhone 17 সিরিজের সবচেয়ে সস্তা মডেল iPhone 17e, লঞ্চ কবে জেনে নিন
  8. Realme P4x 5G সস্তায় 7000mAh ব্যাটারি ও গেমিং ফিচার্স নিয়ে লঞ্চ হল, এক চার্জে 20 ঘন্টা ইউটিউব দেখা যাবে
  9. Motorola ভারতে এত পাতলা স্মার্টফোন আনছে যে বিশ্বাস হবে না! ডিসেম্বরে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  10. ডিসেম্বরে সেরা অফার, 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Oppo স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »