তিন মাসেই ফেসবুক 583 মিলিয়ন ফেক অ্যাকাউন্ট ছেঁটে ফেললো

কেমব্রিজ অ্যানালিটিকাল ডাটা প্রাইভেসি স্ক্যান্ডেলের পর স্বচ্ছতা বিষয়ে কথা বলার সময় ফেসবুক জানিয়েছে, তাঁরা প্রতিদিন প্রায় কয়েক মিলিয়ন ফেক অ্যাকাউন্ট তৈরিতে বাধা দেয়

তিন মাসেই ফেসবুক 583 মিলিয়ন ফেক অ্যাকাউন্ট ছেঁটে ফেললো

প্রায় 30 মিলিয়ন সেক্সুয়াল এবং হিংস্র ছবি, আতঙ্কবাদী কার্যকলাপ বা খারাপ মন্তব্যের পোস্টকে ফেসবুক ওয়ার্নিং দিয়েছে। (ফাইল চিত্র)

বিজ্ঞাপন
প্যারিসঃ 2018 র প্রথম তিন মাসেই ফেসবুক 583 মিলিয়ন ফেক অ্যাকাউন্ট ছেঁটে ফেললো। মঙ্গলবার এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট জানালো, সেক্সুয়াল এবং হিংস্র ছবি, আতঙ্কবাদী কার্যকলাপ বা খারাপ মন্তব্যের বিরুদ্ধে কীভাবে তাদের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ কাজ করে।  

কেমব্রিজ অ্যানালিটিকাল ডাটা প্রাইভেসি স্ক্যান্ডেলের পর স্বচ্ছতা বিষয়ে কথা বলার সময় ফেসবুক জানিয়েছে, তাঁরা প্রতিদিন প্রায় কয়েক মিলিয়ন ফেক অ্যাকাউন্ট তৈরিতে বাধা দেয়।  

এছাড়াও, তাঁরা বলেন, অ্যাকটিভ প্রোফাইলের প্রায় 3-4% ফেক।

তাঁরা আরও দাবী করেছেন, তাঁরা 100% স্প্যাম ডিটেক্ট করতে পেরেছে এবং ইতিমধ্যে 837 মিলিয়ন স্প্যাম পোস্ট সরিয়ে দিয়েছে। 

প্রায় 30 মিলিয়ন সেক্সুয়াল এবং হিংস্র ছবি, আতঙ্কবাদী কার্যকলাপ বা খারাপ মন্তব্যের পোস্ট এই প্রথমার্ধেই ফেসবুক সরিয়ে ফেলেছে।  

টেকনোলজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে 3.4 মিলিয়ন গ্রাফিক ভায়োলেন্সের পোস্ট তাঁরা সরিয়ে ফেলতে সক্ষম হয়েছেন, যা 2017র শেষ তিন মাসের তুলনায় প্রায় তিন গুণ বেশী।

85.6% ঘটনায় কোনও ইউসারের অ্যালার্ট  করবার আগে ফেসবুক নিজেই বিকৃত পোস্ট ও ছবি শনাক্ত করতে পেরেছে এবং 200 অ্যাপকে ফেসবুকের প্রাইভেট ইউসার ডাটার অসদ্ব্যবহারের জন্য তদন্তের অংশ হিসাবে সাসপেন্ড করা হয়েছে।  

রিপোর্টে বলা হয়েছে ‘প্রতি  10,000 কন্টেন্টে প্রায় 22-27 টা গ্রাফিক ভায়োলেন্স থাকে’।
ভায়োলেন্স বা যে সমস্ত পোস্ট কোনও সম্প্রদায় বা গোষ্ঠী কিম্বা ব্যক্তি সাধারণের বিরক্তির কারণ হয়, কিন্তু ফেসবুক স্ট্যান্ডার্ডকে ভায়োলেট করে না, সেই সমস্ত ক্ষেত্রে প্রতিক্রিয়া হিসাবে কন্টেন্ট মুছে ফেলা বা ওয়ার্নিং দেওয়া হয়, এবং “মানবজীবনে নির্দিষ্ট, আসন্ন, বিশ্বাসযোগ্য হুমকির” জন্য প্রশাসনকে অবহিত করা হয়।   

এছাড়াও, কর্তৃপক্ষ জানিয়েছেন, ইম্প্রুভড আইটি ফেসবুককে 1.9 মিলিয়ন আতঙ্কবাদী কার্যকলাপের পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তা 73% কমাতে সাহায্য করেছে।

-বিদ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ  প্রয়োজন-

রিপোর্টে বলা হয়েছে,2.5 মিলিয়ন বিদ্রুপাত্মক মন্তব্যের বিরুদ্ধে এর মধ্যেই ফেসবুক ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু মাত্র 38 শতাংশ ফেসবুক স্বচেষ্টায় ধরেছে, বাকি ধরা পড়েছে ব্যবহারকারীদের উদ্যোগে।
 
তবে প্রাপ্তবয়স্ক নগ্নতা বা যৌনতা যা ফেসবুক রিভিউয়ার দের ব্যস্ততম রাখে, এই রিপোর্টে তার উল্লেখ নেই।
 
মার্চ মাসে ফেসবুক ফ্রেঞ্চ শিল্পী ইউজেন ডেলাক্রিসের বিখ্যাত শিল্প "লিবার্টি লিডিং দ্য পিপল"অস্থায়ী ভাবে রিমুভ করার জন্য ক্ষমা চেয়েছে কারণ এটি অনাবৃত স্তনের মহিলার ছবি চিত্রিত করেছে।
 
ফেসবুকের গ্লোবাল পলিসি ম্যানেজমেন্টের প্রধান মনিকা বিকেট জানিয়েছেন গ্রুপটি ফেসবুকের মানোন্নয়নের জন্য এই বছর 7500 কর্মচারী বানানোর লক্ষ্যে আরও 3000 কর্মচারী নিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Honor Win সিরিজ স্মার্টফোনের জগতে বিপ্লব ঘটিয়ে 10,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  2. Xiaomi 17: ওপ্পো, ভিভো, রিয়েলমির পর শাওমির প্রিমিয়াম স্মার্টফোন দেশে আসছে, ফিচার্স দেখে নিন
  3. Realme Neo 8 আসতে পারে জানুয়ারিতে, 8000mAh ব্যাটারি ও ফ্ল্যাগশিপ প্রসেসরে করবে বাজিমাত
  4. BSNL ফিরিয়ে আনল 1 টাকার রিচার্জ প্ল্যান, 30 দিন আনলিমিটেড কলিং ও ডেইলি 2GB ডেটা ফ্রি
  5. Gmail ব্যবহারকারীদের জন্য খুশির খবর, Email অ্যাড্রেস বদলানোর সুবিধা আনছে Google
  6. OnePlus Turbo: ওয়ানপ্লাসের 9000mAh ব্যাটারির ফোনের ছবি ফাঁস, ফিচার্সে চমক
  7. Xiaomi Watch 5 এবং Buds 6 লঞ্চ হল, হাতে পড়লে বা কানে দিলেই ঘটবে ম্যাজিক
  8. Xiaomi 17 Ultra: DSLR-কে চ্যালেঞ্জ ছুঁড়ে হাজির শাওমির নতুন স্মার্টফোন, ক্যামেরা তাক লাগাবে
  9. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  10. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »