স্মার্টফোনে লোকাল ট্রেনের টিকিট বুক করবেন কীভাবে?

শুধুমাত্র দিল্লি, চেন্নাই, মুম্বাই, সেকেন্দ্রাবাদ আর কলকাতা শহরতলির ট্রেনে কাগজ বিহীন টিকিট কাটা যাবে। যে স্টেশান থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশানের দুই কিলোমিটারের ভিতরে থাকলে তবেই UTS অ্যাপ থেকে টিকিট কাটা যাবে।

স্মার্টফোনে লোকাল ট্রেনের টিকিট বুক করবেন কীভাবে?
হাইলাইট
  • Android, iPhone আর Windows Phone এ UTS অ্যাপ ডাউনলোড করা যাবে
  • স্টেশনের 2 কিমির ভিতরে থাকলে টিকিট বুক করা যাবে
  • ফোনে রুট অ্যাকসেস থাকলে এই অ্যাপ কাজ করবে না
বিজ্ঞাপন

হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেনে চড়ার আগে টিকিট কাটা এক ঝক্কির কাজ। যারা নিয়মিত যাতায়াত করেন তাদের পকেটে মাসিক টিকিট থাকলেও যারা নিয়মিত যাতায়াত করেন না তাদের ট্রেনে ওথার আগে টিকিটের লম্বা লাইনে দাঁড়াতে হয়। এই সমস্যার সমাধানে স্মার্টফোনে একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল। UTS অ্যাপ থেকে সহজেই লোকাল ট্রেনের দৈনিক ও মাসিক টিকিট কাটা যাবে।

UTS অ্যাপ থেকে প্রধানত কাগজ সহ ও কাগজ বিহীন দুই ধরনের টিকিট কাটা যায়। কাগজ সহ টিকিট UTS অ্যাপ থেকে কাটার পরে স্টেশানে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থেকে প্রিন্ট করা যাবে। গোটা দেশে 1,000 এর বেশই ট্রেন স্টেশানে এই মেশিন রয়েছে। তবে কাগজ বিহীন টিকিট কাটলে তা প্রিন্ট করার প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই সেই টিকিট ব্যবহার করা যাবে।

শুধুমাত্র দিল্লি, চেন্নাই, মুম্বাই, সেকেন্দ্রাবাদ আর কলকাতা শহরতলির ট্রেনে কাগজ বিহীন টিকিট কাটা যাবে। যে স্টেশান থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশানের দুই কিলোমিটারের ভিতরে থাকলে তবেই UTS অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। ট্রেনের ভিতরে বসে টিকিট কাটা যাবে না। প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা যাবে না। ইন্টারনেট কানেকশান না থাকলেও পেপারলেস টিকিট কাজ করবে। স্মার্টফোনে চার্জ না থাকলে এই টিকিট অপ্রয়জনীয়। তাই পেপারলেস টিকিট কাটলে স্মার্টফোনে যেন চার্জ থাকে সেই দিকে নজর রাখুন।

 

 

UTS অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে?

Android, iPhone আর Windows Phone এ UTS অ্যাপ ডাউনলোড করা যাবে।

নতুন অ্যাকাউন্ট তৈরী করবেন কীভাবে?

  • স্মার্টফোনে UTS অ্যাপ ডাউনলোড করে ওপেন করে ডান দিকে উপরে তিন ডট মেনুতে ক্লিক করে রেজিস্টার অপশান সিলেক্ট করুন। অথবা UTS ওয়েবসাইটে গিয়ে ‘সাইন আপ' করতে পারেন।
  • এখানে নিজের নাম, মোবাইল নম্বর সহ সব ব্যক্তিগত তথ্য দিন।
  • এর পরে আপনার মোবাইলে একটি ওটিপি পৌঁছাবে। চার ডিজিট ওটিপি দিয়ে লগ ইন করুন।   

uts android app screenshots UTS

UTS অ্যাপ থেকে পেপারলেস টিকিট কাটবেন কীভাবে?

  • স্মার্টফোনে UTS অ্যাপ ওপেন করুন।
  • লগ ইন করুন।
  • এর পরে ‘Book Ticket' অপশান সিলেক্ট করুন।
  • ‘Normal Book' সিলেক্ট করুন।
  • ‘Book & Travel' সিলেক্ট করে ‘Continue' সিলেক্ট করুন।
  • ‘From Station' 2 কিমি এলাকার মধ্যে থাকা স্টেশনের তালিকা দেখাবে। যে স্টেশন থেকে ট্রেনে চড়বেন সেই স্টেশন সিলেক্ট করুন।
  • যে স্টেশনে যেতে চান তা সিলেক্ট করুন।
  • এর পরে ‘Proceed' সিলেক্ট করুন।
  • এর পরে আপনি কোন ক্লাসে যাত্রা করতে চান সিলেক্ট করতে হবে। কলকাতায় ট্রেন চড়লে সেকেন্ড ক্লাস সিলেক্ট করুন। এর পরে ‘Get Fare' সিলেক্ট করুন।
  • এবার স্ক্রিনে সব তথ্য মিনিয়ে নিয়ে ‘Book Ticket' সিলেক্ট করুন।
  • এবার R-Wallet পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট করুন।
  • এবার Home আইকনে ট্যাপ করে ‘Booking History' মেনু থেকে বুক করা টিকিট দেখতে পাবেন।  

uts android app tickets UTS

ট্রেনে যাত্রার সময় ইন্টারনেট না থাকলেও টিকিট চেকারকে স্মার্টফোনে টিকিট দেখাতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সস্তায় 7,040mAh ব্যাটারি, 11 ইঞ্চি স্ক্রিন, ডলবি সাউন্ডের ট্যাব লঞ্চ করল Motorola
  2. গল্প নয় সত্যি! Flipkart-এর সেলে 39,999 টাকায় বিক্রি হবে iPhone 14, এমন সুযোগ একবারই
  3. ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite
  4. বাজেটে প্রিমিয়াম ফোন চাই? পুজোর আগে Samsung Galaxy S24 Ultra অর্ধেকেরও কম দামে মিলতে পারে
  5. উন্নত প্রযুক্তি ও দুর্ধর্ষ ক্যামেরায় ঝড় তুলবে Vivo X300 সিরিজ, ফাঁস লঞ্চের তারিখ
  6. 50,000 টাকার উপর দাম কমল! Flipkart সেলে রেকর্ড ছাড়ে iPhone 16 Pro Max
  7. iPhone 17 অতীত, এবার Oppo Find X9 সিরিজের লঞ্চ, ব্যাটারি-ক্যামেরায় বড় চমক
  8. iPhone 17 সিরিজের পর বাজার কাঁপাতে আসছে Xiaomi 16, ফিচার্স তাজ্জব করবে
  9. iPhone 17-এর স্বাদ কম দামে মেটাবে Samsung Galaxy S25 FE, ভারতে আসার আগেই দাম ফাঁস
  10. HMD Vibe 5G মাত্র 8,999 টাকায় লঞ্চ হল ভারতে, দাম কম হলেও ফিচার্সে ভরপুর
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »