শুধুমাত্র দিল্লি, চেন্নাই, মুম্বাই, সেকেন্দ্রাবাদ আর কলকাতা শহরতলির ট্রেনে কাগজ বিহীন টিকিট কাটা যাবে। যে স্টেশান থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশানের দুই কিলোমিটারের ভিতরে থাকলে তবেই UTS অ্যাপ থেকে টিকিট কাটা যাবে।
হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেনে চড়ার আগে টিকিট কাটা এক ঝক্কির কাজ। যারা নিয়মিত যাতায়াত করেন তাদের পকেটে মাসিক টিকিট থাকলেও যারা নিয়মিত যাতায়াত করেন না তাদের ট্রেনে ওথার আগে টিকিটের লম্বা লাইনে দাঁড়াতে হয়। এই সমস্যার সমাধানে স্মার্টফোনে একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছে ভারতীয় রেল। UTS অ্যাপ থেকে সহজেই লোকাল ট্রেনের দৈনিক ও মাসিক টিকিট কাটা যাবে।
UTS অ্যাপ থেকে প্রধানত কাগজ সহ ও কাগজ বিহীন দুই ধরনের টিকিট কাটা যায়। কাগজ সহ টিকিট UTS অ্যাপ থেকে কাটার পরে স্টেশানে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থেকে প্রিন্ট করা যাবে। গোটা দেশে 1,000 এর বেশই ট্রেন স্টেশানে এই মেশিন রয়েছে। তবে কাগজ বিহীন টিকিট কাটলে তা প্রিন্ট করার প্রয়োজন নেই। স্মার্টফোন থেকেই সেই টিকিট ব্যবহার করা যাবে।
শুধুমাত্র দিল্লি, চেন্নাই, মুম্বাই, সেকেন্দ্রাবাদ আর কলকাতা শহরতলির ট্রেনে কাগজ বিহীন টিকিট কাটা যাবে। যে স্টেশান থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশানের দুই কিলোমিটারের ভিতরে থাকলে তবেই UTS অ্যাপ থেকে টিকিট কাটা যাবে। ট্রেনের ভিতরে বসে টিকিট কাটা যাবে না। প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা যাবে না। ইন্টারনেট কানেকশান না থাকলেও পেপারলেস টিকিট কাজ করবে। স্মার্টফোনে চার্জ না থাকলে এই টিকিট অপ্রয়জনীয়। তাই পেপারলেস টিকিট কাটলে স্মার্টফোনে যেন চার্জ থাকে সেই দিকে নজর রাখুন।
UTS অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে?
Android, iPhone আর Windows Phone এ UTS অ্যাপ ডাউনলোড করা যাবে।
নতুন অ্যাকাউন্ট তৈরী করবেন কীভাবে?
![]()
UTS অ্যাপ থেকে পেপারলেস টিকিট কাটবেন কীভাবে?
![]()
ট্রেনে যাত্রার সময় ইন্টারনেট না থাকলেও টিকিট চেকারকে স্মার্টফোনে টিকিট দেখাতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Grand Theft Auto 6 Delayed Again, Rockstar Games Sets New November 2026 Launch Date