Lok Sabha Election 2019: ভোট দিতে গিয়ে বুথে পৌঁছে যদি জানতে পারেন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পরেছে তবে এই অধিকার থেকে বঞ্চিত হতে হবে। ভট দিতে যাওয়ার আগে এখনই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কী না জানবেন কীভাবে?
অনলাইনে নিজের নাম ভোটার তালিকার নিজের নাম দেখে নেবেন কীভাবে?
শুরু হয়েছে 2019 সালের লোকসভা নির্বাচন ( Lok Sabha Election 2019 )। 11 এপ্রিল শুরু হল ভোটগ্রহন। এর পর একাধিক দফায় গোটা দেশে ভোটগ্রহন হবে। দেশের প্রত্যেক নাগরিকের প্রাথমিক অধিকার ভোটগ্রাহন। কিন্তু ভোট দিতে গিয়ে বুথে পৌঁছে যদি জানতে পারেন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পরেছে তবে এই অধিকার থেকে বঞ্চিত হতে হবে। ভোট দিতে যাওয়ার আগে এখনই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কী না জানবেন কীভাবে?
EPIC নম্বর ব্যবহার করে ভোটার তালিকায় নিজের নাম দেখে নেবেন কীভাবে?
EPIC নম্বর ছাড়া ভোটার তালিকায় নিজের নাম দেখে নেবেন কীভাবে?
ভোটার আইডি কার্ডে সব সময় নামের বানান ঠিক থাকে না। তাই নিজের নামের বানান লিখলে অনেক সময় আপনার নাম ভোটার তালিকায় থাকলেও সার্চ রেজাল্টে কিছু দেখাবে না। তাই সব সময় EPIC নম্বর ব্যবহার করে এই সার্চ করলে সঠিক তথ্য জানার সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Grand Theft Auto 6 Delayed Again, Rockstar Games Sets New November 2026 Launch Date