এক ক্লিকেই Aadhaar কার্ডের ফোন নম্বর পাল্টানোর সবচেয়ে সহজ পদ্ধতি শিখে নিন

Aadhaar কার্ডের ফোন নম্বর পাল্টানোর জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

এক ক্লিকেই Aadhaar কার্ডের ফোন নম্বর পাল্টানোর সবচেয়ে সহজ পদ্ধতি শিখে নিন

এই সহজ ধাপগুলি অনুসরণ করে আপনি আধারের ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন

হাইলাইট
  • আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে বুক করা যায়
  • আধারের তথ্য আপডেট করার জন্য 50 টাকা ফি প্রযোজ্য
  • আধার কার্ডে নম্বর আপডেটের স্ট্যাটাস দেখার জন্য একটি URN স্লিপ পাবেন
বিজ্ঞাপন

বর্তমানে আধার কার্ড ছাড়া সরকারি অথবা বেসরকারি পরিষেবা পাওয়া খুবই মুশকিলের। এখন 12 সংখ্যার এই পরিচয়পত্র ছাড়া এক পা চলা যায় না। ভর্তুকি, পেনশন, সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড প্রয়োজন। আবার প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো নথি আধার কার্ড ছাড়া তৈরি করা যায় না। এমনকি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য আর্থিক লেনদেনের জন্যও আধার একটি গুরুত্বপূর্ণ নথি। তাই যে কোনও অসঙ্গতি দূর করার জন্য আধারের অধীনে নিবন্ধিত সমস্ত তথ্য আপডেট রাখা অত্যন্ত জরুরী। আর যদি আধারের সঙ্গে নিজের বর্তমান ফোন নম্বর যুক্ত না থাকে, তাহলে প্রচন্ড সমস্যায় পড়তে পারেন।

যখনই আপনি কোনও সরকারি বা বেসরকারি পোর্টালে আধার নম্বর প্রবেশ করান, তখন আপনার পরিচয় নিশ্চিত করার জন্য মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হয়। যদি আপনি নতুন নম্বর নেন এবং সেটি আপডেট না করেন, তাহলে ঝামেলার সম্মুখীন হতে পারেন। Gadgets 360 বাংলার এই প্রতিবেদন আধার কার্ডের মোবাইল নম্বর বদলানোর সবথেকে সহজ উপায় নিয়ে। মনে রাখবেন, এই প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে না। ফোন নম্বর পরিবর্তন করার জন্য আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে বা সেবা কেন্দ্রে যেতে হবে। চলুন দেখে নিই, আধার কার্ডের ফোন নম্বর আপডেট করার পদ্ধতি।

Aadhaar কার্ডের নম্বর বদলানোর সহজ উপায়

অনলাইনে আধার আপডেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার পদ্ধতি:

1. এখানে দেওয়া লিঙ্কের মাধ্যমে UIDAI ওয়েবসাইটে যান এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন 

2. মাই আধার > গেট আধার > অ্যাপয়েন্টমেন্ট বুক করার অপশনে চাপ দিন

3. ড্রপডাউন লিস্ট থেকে আপনার শহর/অবস্থান নির্বাচন করুন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এগিয়ে যান সিলেক্ট করুন

4. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য ক্যাপচা লিখুন এবং ওটিপি জেনারেট করুন

5. আপনার প্রাপ্ত OTP দিন এবং ভেরিফাই OTP নির্বাচন করুন।

6. রেসিডেন্ট টাইপ নির্বাচন করুন এবং নিম্নলিখিত তথ্যগুলি লিখুন:

  • আধার নম্বর
  • আধারের নাম
  • জন্ম তারিখ
  • আবেদন যাচাইয়ের ধরণ
  • রাজ্য
  • শহর
  • আধার সেবা কেন্দ্র

7. উপরের তথ্যগুলি দেওয়া হয়ে গেলে, আপডেট করার জন্য প্রয়োজনীয় তথ্য নির্বাচন করুন। যদি আপনি UIDAI ডাটাবেসে আপনার মোবাইল নম্বর আপডেট করতে চান তবে নতুন মোবাইল নম্বর নির্বাচন করুন

8. Next-এ ট্যাপ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় নির্বাচন করুন।

9. আবার Next অপশন টিপে অ্যাপয়েন্টমেন্টের বিবরণ যাচাই করুন এবং জমা দিন নির্বাচন করুন

10. এরপর নির্দিষ্ট দিনে আধার সেবা কেন্দ্রে যান এবং আপনার ফোন নম্বর আপডেট করুন

আপনাকে আপডেটের জন্য 50 টাকা দিতে হবে। পেমেন্ট করার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, যেখানে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর বা URN থাকবে। এই নম্বর দিয়ে আধারের ওয়বেসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন যে, নতুন ফোন নম্বর আপডেট হল কিনা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সস্তায় 7,040mAh ব্যাটারি, 11 ইঞ্চি স্ক্রিন, ডলবি সাউন্ডের ট্যাব লঞ্চ করল Motorola
  2. গল্প নয় সত্যি! Flipkart-এর সেলে 39,999 টাকায় বিক্রি হবে iPhone 14, এমন সুযোগ একবারই
  3. ভারতে এল Samsung-এর সবচেয়ে সস্তা প্রিমিয়াম ট্যাবলেট Galaxy Tab S10 Lite
  4. বাজেটে প্রিমিয়াম ফোন চাই? পুজোর আগে Samsung Galaxy S24 Ultra অর্ধেকেরও কম দামে মিলতে পারে
  5. উন্নত প্রযুক্তি ও দুর্ধর্ষ ক্যামেরায় ঝড় তুলবে Vivo X300 সিরিজ, ফাঁস লঞ্চের তারিখ
  6. 50,000 টাকার উপর দাম কমল! Flipkart সেলে রেকর্ড ছাড়ে iPhone 16 Pro Max
  7. iPhone 17 অতীত, এবার Oppo Find X9 সিরিজের লঞ্চ, ব্যাটারি-ক্যামেরায় বড় চমক
  8. iPhone 17 সিরিজের পর বাজার কাঁপাতে আসছে Xiaomi 16, ফিচার্স তাজ্জব করবে
  9. iPhone 17-এর স্বাদ কম দামে মেটাবে Samsung Galaxy S25 FE, ভারতে আসার আগেই দাম ফাঁস
  10. HMD Vibe 5G মাত্র 8,999 টাকায় লঞ্চ হল ভারতে, দাম কম হলেও ফিচার্সে ভরপুর
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »