Photo Credit: Amazon
Amazon সেলে দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S24 Ultra
ভারতীয় সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়ে গিয়েছে অ্যামাজন গ্রেট সামার সেল 2025, তবে শুধুমাত্র প্রাইম সদস্যরা অগ্রীম প্রবেশাধিকার পেয়েছে, তার 12 ঘণ্টা পর সবার জন্য উন্মুক্ত হয়েছে। এটি বিভিন্ন জিনিসপত্রের উপর ছাড় নিয়ে এসেছে, যেমন- স্মার্টফোন, ট্যাবলেট, টিভি থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র অবধি। যেসমস্ত গ্রাহকরা প্রিমিয়াম স্মার্টফোন কেনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সেলটি দারুন সুযোগ নিয়ে এসেছে। টপ ব্র্যান্ড,যেমন- Apple, Samsung এবং Xiaomi-এর হ্যান্ডসেটগুলিকে বর্তমানে 40% পর্যন্ত ছাড়ের সাথে তালিকাভুক্ত করা হয়েছে ও বিক্রি করা হচ্ছে। এছাড়াও গ্রাহকদের জন্য পরিবর্তনের অফার, No-Cost-EMI-এর পেমেন্টের বিকল্প এবং অ্যামাজন-পে ভিত্তিক অফারগুলিও আছে, যেগুলি দিয়ে জিনিসপত্রগুলো কম দামের বিক্রি হচ্ছে।
অন্যদিকে Samsung Galaxy S24 Ultra-ফোনটির অফার লাইভ চলছে, তালিকায় এটির দাম 1,34,990 টাকা। বিগত বছরের ফ্লাগশিপ স্যামসাং ফোনটি অ্যামাজন সেলে মাত্র 84,999 টাকায় কিনতে পাওয়া যাবে।
সাধারণ দাম কমানোর পাশাপাশি, অ্যামাজন এই সেল চলাকালীন HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের কেনাকাটার উপর 10% তাৎক্ষণিক ছাড় দিচ্ছে। এছাড়াও EMI-লেনদেনের ক্ষেত্রে ছাড় থাকছে এবং ব্যবহারকারীরা অ্যামাজন পে ICICI ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার বিনিময়ে 5% ক্যাশব্যাক পাবেন। যে সমস্ত গ্রাহকরা তাদের পুরানো স্মার্টফোন পরিবর্তন করতে চান, তারা ফোনটির মডেল ও বর্তমান অবস্থা অনুযায়ী 72,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে মনে রাখা বাঞ্ছনীয় যে এই অতিরিক্ত সুবিধাগুলি তালিকাভুক্ত শর্তাবলীর অধীনে আছে।
Model | List Price | Sale Price | Buying Link |
Samsung Galaxy S24 Ultra 5G | Rs. 1,34,999 | Rs. 84,999 | Buy Now |
iPhone 16 Pro Max | Rs. 1,44,900 | Rs. 1,35,900 | Buy Now |
iQOO 13 | Rs. 61,999 | Rs. 51,999 | Buy Now |
iPhone 15 | Rs. 69,900 | Rs. 57,749 | Buy Now |
Realme GT 7 Pro | Rs. 69,999 | Rs. 49,999 | Buy Now |
OnePlus 13 | Rs. 72,999 | Rs. 64,999 | Buy Now |
Xiaomi 15 | Rs. 79,999 | Rs. 64,998 | Buy Now |
Samsung Galaxy S25 Ultra 5G | Rs. 1,29,999 | Rs. 1,18,999 | Buy Now |
iPhone 16 Pro | Rs. 1,29,900 | Rs. 1,22,900 | Buy Now |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন