একটি বাজার সাপেক্ষ গবেষণা সংস্থা জানিয়েছে যে, চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে স্মার্টফোন বিক্রির তালিকায়,বিশ্বের সবচেয়ে বেশি সেরামানের বিক্রি হওয়া ফোন হিসেবে অ্যাপেল-কোম্পানী সবার উপর নিজের জায়গা করে নিয়েছে। iPhone 15 সিরিজের বেশ কিছু মডেল এই তালিকায় দেখা যায়। অন্যদিকে এই তালিকায় Samsung কোম্পানী সর্বাধিক জায়গা পেয়েছে
খুব শীঘ্রই বাজারে iphone 16 লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।কিন্তু তার পূর্বেই iphone 15 প্লাসের দাম কমিয়ে দেওয়া হলো। উৎসাহিত গ্রাহকরা এবার কম দামের বিনিময়ে পেতে যাবেন এই নতুন স্মার্টফোনটি। এছাড়াও ফোনটি বিভিন্ন ছাড়ের মাধ্যমে কিনতে পাওয়া যাবে।
বর্তমানে ফ্লিপকার্ট এর মাধ্যমে হ্যান্ডসেটটি নতুন দামে কিনতে পাওয়া যাবে।