অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 জানুয়ারী 2025 12:35 IST
হাইলাইট
  • iPhone 15- 69,900 টাকা থেকে কমে 57,499 টাকায় উপলব্ধ আছে
  • গ্রাহকদের জন্য 14000 টাকা পর্যন্ত 10% তাৎক্ষণিক SBI-এর ছাড় পাওয়া যাচ্
  • কুপন, No Cost EMI এবং অ্যামাজন পে ক্যাশ ব্যাকের সুবিধা যুক্ত করা হয়েছে

2024 সালের সেপ্টেম্বরে ভারতে iPhone 16 সিরিজ চালু হয়েছিল

Photo Credit: Apple

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 প্রাইম মেম্বারদের জন্য ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 12টায় শুরু হয়েছিল,তবে বর্তমানে এটি সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।বছরের এই প্রথম সেলটি বিভিন্ন পণ্য যেমন-স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ,বাড়ির জিনিসপত্র এবং আরও অন্যান্য ইলেকট্রনিক জিনিসপত্রের উপর বিশেষ ছাড় নিয়ে এসেছে।এই নতুন বছরে যদি আপনি নতুন আপগ্রেডেড স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন এবং প্রিমিয়াম ডিভাইস ভালো ছাড়ের সাথে কেনার জন্য বাজারে ঘুরছেন তাহলে চিন্তা করার আর কিছু নেই, অ্যামাজন অসাধারণ আপগ্রেডের সুবিধা নিয়ে এসেছে। গ্রাহকরা Apple, OnePlus, Samsung এবং আরো অনেক ব্র্যান্ডের উপর টপ অফার পাবেন।

ভারতের বাজারে iPhone 15-সিরিজ 2023 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল, যেটির বেসমডেল iPhone 15-এর 128 জিবি বিকল্পটির দাম 69,900টাকা,এই অ্যামাজনের সেলে এটি 57,499টাকার কম দামে কেনা যাবে। এটি অ্যাপেলের A16 Bionic চিপসেট দ্বারা চালিত এবং এটিতে একটি 48 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা আছে। এছাড়াও অ্যাপেলের অন্যান্য মডেল যেমন-iPhone 16, iPhone 15 Pro, iPhone 13-এর উপরও অফার দেওয়া হচ্ছে।

এছাড়াও দামের উপর ছাড় পাওয়ার সাথে ক্রেতারা সেল চলাকালীন কুপন ডিসকাউন্ট,পরিবর্তনের অফার বা ব্যাংকের সুবিধার বিনিময়ে কার্যকরী বিক্রয়মূল্য কমাতে পারবেন এবং তার সুবিধা লাভ করবেন।এই ই-কমার্স প্ল্যাটফর্মটি 14000 টাকার SBI-কার্ডের কেনাকাটার উপর 10% তাৎক্ষণিক ছাড়ের অফার দিচ্ছেন। যারা পুরানো ডিভাইসগুলি পরিবর্তন করতে চাইছেন তারা 45000টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাবেন,তবে সেটি হ্যান্ডসেটটির মডেল এবং অবস্থার উপর নির্ভর করে দেওয়া হবে।এছাড়াও 20,000-টাকা পর্যন্ত কুপনের অফার, No Cost EMI-এর সুবিধা, অ্যামাজন পে ICICI ব্যাংক ক্রেডিট কার্ডের উপর 5% পর্যন্ত ছাড়ের সুবিধা যুক্ত করা হয়েছে।

অ্যামাজন সেল:iPhone 16, iPhone 15 এবং অন্যান্য মডেলের উপর বেস্ট ডিল:

  • iPhone 16 Pro Max-লঞ্চ হয়েছিল 1,44,900-টাকায়    , সেলে পাওয়া যাচ্ছে 1,37,900-টাকায়।
  • iPhone 16 Pro-এর লঞ্চিং মূল্য 1,19,900টাকা সেলের দাম 1,12,900টাকা।
  • iPhone 16 Plus-লঞ্চ হয়েছিল 89,900টাকায়,সেলে পাওয়া যাচ্ছে 84,900টাকায়।
  • iPhone 16-এর লঞ্চিং মূল্য 79,900টাকা,সেলের দাম    74,900টাকা।
  • iPhone 15 Pro Max-এর লঞ্চিং মূল্য 1,59,900 টাকা,সেলের দাম 1,28,900টাকা।    
  • iPhone 15 Pro (512GB)-লঞ্চ হয়েছিল 1,64,900টাকায়, সেলে পাওয়া যাচ্ছে 1,39,900টাকায়।
  • iPhone 15 Plus-এর লঞ্চিং মূল্য 79,900টাকা, পাওয়া যাচ্ছে 69,900টাকায়। 
  • iPhone 15-এর লঞ্চিং মূল্য 69,900টাকা, সেলের দাম 57,499 টাকা।
  • iPhone 13-লঞ্চ হয়েছিল 59,900টাকায়,সেলে পাওয়া যাচ্ছে  43,499 টাকায়।
     

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  2. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  3. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  4. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  5. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
  6. Nano Banana Pro: মানুষের হাতের লেখা হুবহু নকল করছে Google-এর নতুন AI
  7. বর্ষশেষে 50MP সেলফি ক্যামেরার ফোনে অবিশ্বাস্য ছাড়, দাম 14,000 টাকা কমলো
  8. OnePlus 15R ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, 8,000mAh ব্যাটারি ও দুধর্ষ প্রসেসর থাকতে পারে
  9. Realme 16 Pro আসছে 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা নিয়ে, 7,000mah ব্যাটারিও থাকবে
  10. Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতের বাজার কাঁপাতে আসছে, কবে লঞ্চ, কেমন ফিচার্স, দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.