Flipkart জানিয়েছে সেল শুরুর প্রথম ঘন্টায় 10 লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে। আর প্রথম দিনের শেষে বিক্রি হয়েছে 30 লক্ষ স্মার্টফোন। কোম্পানি জানিয়েছে এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি ভারতে এক রেকর্ড।
Big Billion Day সেলে প্রথম ঘন্টায় 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Flipkart
বুধবার শুরু হয়েছে Flipkart Big Billion Days সেল। বৃহস্পতিবার থেকে মোবাই ও ইলেকট্রনিক প্রোডাক্টে ডিসকাউন্ট শুরু করেছে ই-কমার্স ওয়াবসাইট। ১১ অক্টোবর মোট কত স্মার্টফোন বিক্রি হয়েছে সেই প্রসংখ্যান প্রকাশ্যে Flipkart।
Gadgets360 কে এক বিবৃতিতে Flipkart জানিয়েছে এই বছর সেল শুরুতে রেকর্ড পরিমান বিক্রি করেছে কোম্পানি। গত বছর পাঁচ দিনে যে ব্যবসা হয়েছিল এই বছর প্রথম 26 ঘন্টায় সেই পরিমান ব্যবসা করেছে Flipkart। কোম্পানি জানিয়েছে সেল শুরুর প্রথম ঘন্টায় 10 লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে। আর প্রথম দিনের শেষে বিক্রি হয়েছে 30 লক্ষ স্মার্টফোন। কোম্পানি জানিয়েছে এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি ভারতে এক রেকর্ড।
কোম্পানি জানিয়েছে 30 টি আলাদা মডেল যেগুলি শুধুমাত্র Flipkart এই পাওয়া যায় সেই ফোনগুলি এই সেলের সময় বিক্রি হয়েছে। Samsung, Honor, Xiaomi, Asus, Nokia, Infinix ও Realme র মতো নামজাদা সব ব্র্যান্ডের মোবাইল রয়েছে এই তালিকায়। কোম্পানি জানিয়েছে এই সেল চলাকালীন যে কোন মুহুর্তে দশ লক্ষ গ্রাহক মোবাইল অ্যাপ থেকে Flipkart ব্যবহার করছিলেন।
কোম্পানি জানিয়েছে সম্প্রতি স্মার্ট স্পিকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। Google Home ও Amazon Alexa বিক্রিতেতার প্রভাব দেখা গিয়েছে। এখনো পর্যন্ত এই সেলের প্রতি 2 সেকেন্ডে 3টি করে হেডফোন বিক্রি হয়েছে।
গ্যাজেট ছারাও এই সেলে বই কেনায় আগ্রহ দেখিয়েছে ভারতবাসী। Flipkart জানিয়েছে এই বছর Big Billion Days সেলের সময় প্রতি মিনিটে 100 টি বই বিক্রি হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ব্র্যান্ডের পার্ফিউম প্রতি মিনিটে বিক্রি হয়েছে 500 টি। সম্প্রতি পুরনো জিনিস বিক্রির জন্য 2GUD ওয়েবসাইট লঞ্চ করেছে Flipkart। এই ওয়েবসাইটে গত 24 ঘন্টায় 35 গুন ট্রাফিক বৃদ্ধি হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series