এই মুহুর্তে বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক Gmail ব্যবহার করেন। সোমবার 15 বছর পূর্ণ করল Google এর ইমেল সার্ভিস। 2004 সালের 1 এপ্রিল পল বুছেইট Gmail শুরু করেছিলেন। শুরুতে একজ গ্রাহকন 1GB স্টোরেজ পেতেন। শুরু থেকেই Gmail পরিষেবা বিনামূল্যে দেয় Google। পরে এন্টারপ্রাইজদের জন্য পেড Gmail Suit পরিষেবা শুরু হয়।
বর্তমানে প্রত্যেক Gmail গ্রাহক বিনামূল্যে 15GB ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। একটি ইমেলে সর্বোচ্চ 50MB ফাইল রিসিভ করা যায়। ফাইল সেন্ড করলে সর্বোচ্চ 25MB অ্যাটাচমেন্টে পাঠানো যায়।
এর থেকে বড় ফাইল পাঠাতে চাইলে Google Drive এর সাহাজ্য নিয়ে হয়।
CNET এ এক রিপোর্টে জানানো হয়েছে, “Yahoo Mail এর মাসিক গ্রাহক সংখ্যা 22.8 কোটি। ধীরে ধীরে AOL Mail ও Hotmail এর মতো ইমেল পরিষেবাগুলিকে ধরাশায়ী করেছে Gmail।”
এরপরে কোম্পানি জনপ্রিয় নেভিগেশান পরিষেবা Google Maps লঞ্চ করে। এই মুহুর্তে বিশ্বের এক নম্বর নেভিগেশান পরিষেবা Google Maps।
এর পরে সামনে আসে Android ও YouTube এর মতো জনপ্রিয় পরিষেবাগুলি। এই মুহুর্তে বিশ্বের এক নম্বর মোবাইল অপারেটিং সিস্টেম Android। আর বিশ্বের এক নম্বর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম YouTube।
এর পরে সামনে আসে Google এর ওয়েব ব্রাউজার Chrome। মুহুর্তে Internet Explorer ছেড়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্রাউজারের তকমা ছিনিয়ে নেয় Chrome।
“এই সব Google সার্ভিসের গ্রাহক সংখ্যা 100 কোটির বেশি। বিশ্বব্যাপী প্রত্যেক 10 টি স্মার্টফোনের 9 টি Android।” জানানো হয়েছে রিপোর্টে।
জানুয়ারি মাসে মোবাইল ফোনে Gmail এর ডিজাইন ঢেলে সাজিয়েছে Google। যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। 2018 সালে ওয়েব ভার্সানে যোগ হয়েছিল স্মার্ট রিপ্লাই। পরে মোবাইল ফোনে এই ফিচার পৌঁছেছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন