গ্রাহকের নেভিগেশন তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google Maps। আর সেই পদ্ধতির ফাঁক পেয়েই এই কাজ করেছেন জার্মান শিল্পী।
Photo Credit: YouTube/ Simon Weckert
গ্রাহকের তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google Maps
শহর থেকে গ্রাম, ট্রাফিক জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছতে সবার প্রথম পছন্দ Google Maps। গ্রাহকের শেয়ার করা তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google-এর জনপ্রিয় নেভিগেশন সার্ভিস। যদিও খুব সহজেই Google -এর নিজের নিয়ম ব্যবহার করেই Google Maps-কে বোকা বানিয়ে ‘নকল' ট্রাফিক জ্যাম তৈরি করলেন এক ব্যক্তি।
সাইমন ওয়েকার্ট নামের বার্লিনের এক শিল্পী এক শিল্পী সম্প্রতি YouTube-এ একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে সাইমনকে হাতে টানা একটি ছোট কার্টের ভিতর একাধিক স্মার্টফোন নিয়ে ফাঁকা রাস্তায় হেঁটে যেতে দেখা গিয়েছে। বার্লিনে Google অফিসের সামনে থেকেও হেঁটে গিয়েছে সাইমন।
15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন
সাইমনের কার্টের মধ্যে ছিল 99 টা স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্যবহার করেই ফাঁকা রাস্তা থাকা স্বত্বেও Google Maps-এ ট্রাফিক জ্যাম তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। আসলে গ্রাহকের নেভিগেশন তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google Maps। আর সেই পদ্ধতির ফাঁক পেয়েই এই কাজ করেছেন জার্মান শিল্পী।
যদিও ভিডিওতে এই বিষয়ে বিস্তারে জানাননি ওয়েকার্ট। যদিও এই ভিডিও সত্যি হয় তবে শীঘ্রই এই ফাঁক পূরণ করার কাজ শুরু করতে পারে Google। নাহলে 99 টা স্মার্টফোন ব্যাগে ভরে অনেকেই নিজের শহরে ‘নকল' ট্রাফিক জ্যাম তৈরির চেষ্টা করবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch