Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 নভেম্বর 2025 17:23 IST
হাইলাইট
  • সকল Jio গ্রাহকরা 35,100 টাকার Google AI Pro প্ল্যান প্রি-তে পাবেন
  • এটি 18 মাস সম্পূর্ণ নিখরচায় ব্যবহার করা যাবে
  • এই প্ল্যানে Google-এর নতুন AI মডেল Gemini 3 অর্ন্তভুক্ত আছে

Jio Gemini 3 Offer is now available to all unlimited 5G Users

Photo Credit: Jio

Reliance Jio ব্যবহারকারীদের এখন সোনায় সোহাগা। যে পরিষেবা নিতে বছরে 35,000 টাকার বেশি খরচ হয়, সেটাই বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। এক বা দুই মাস নয়, টানা 18 মাস বা দেড় বছরের জন্য Jio গ্রাহকরা ফ্রি-তে Gemini AI Pro প্ল্যান ব্যবহার করতে পারবেন। এখন গ্রাহকদের জন্য আরও এক খুশির খবর এনেছে মুকেশ আম্বানির মালিকানাধীন টেলিকম সংস্থাটি। Google গতকাল তাদের সবচয়ে শক্তিশালী AI মডেল Gemini 3 লঞ্চ করেছে। এটি টেক্সট, ছবি, অডিও, ভিডিও বোঝার ক্ষেত্রে বিশ্বের সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে দাবি করছে মার্কিন টেক জায়ান্টটি। এখন দেশের প্রত্যেক Jio আনলিমিটেড 5G ব্যবহারকারীরা বিনামূল্যে Gemini 3 মডেল ব্যবহার করতে পারবেন, যা Gemini Pro প্ল্যানের অংশ। উল্লেখ্য, প্রাথমিকভাবে অফারটি 18 থেকে 25 বছর বয়সীদের জন্য চালু হয়েছিল।

Gemini 3 গুগলের সবচেয়ে বুদ্ধিমান AI মডেল

35,000 টাকা দামের Gemini 3 মডেল সহ গুগলের AI Pro সাবস্ক্রিপশন প্ল্যান MyJio অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ নিখরচায় অ্যাক্টিভেট করা যাচ্ছে। গুগলের CEO সুন্দর পিচাই বলেছেন, "Gemini 3 আমাদের সবচেয়ে বুদ্ধিমান মডেল। আমরা প্রথমবার কোনও নতুন AI মডেল লঞ্চের প্রথম দিন থেকেই সার্চ ইঞ্জিনে যুক্ত করেছি। আগে যেখানে Gemini-এর নতুন ভার্সন বিভিন্ন পরিষেবা ও পণ্যে যুক্ত করতে কয়েক সপ্তাহ বা মাস লেগে যেত।

Jio ব্যবহারকারীরা কীভাবে অ্যাক্সেস পাবে?

জিও প্রেস রিলিজে জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই প্রত্যেক 5G গ্রাহক 18 মাসের জন্য Gemini Pro Plan পাবে, যার মধ্যে লেটেস্ট Gemini 3 মডেলের সমস্ত ফিচার্স অর্ন্তভুক্ত আছে। অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথমেই MyJio অ্যাপ খুলতে হবে। অফার আনলক করার জন্য কী করতে হবে, তা অ্যাপেই বলা আছে। ফ্রি সাবস্ক্রিপশন পেতে গেলে শুধুমাত্র সক্রিয় জিও সিম ও আনলিমিটেড 5G প্ল্যান থাকতে হবে।

Photo Credit: Jio

Gemini 3 মডেলের ফিচার্স

গুগল জেমিনাই 3 সিরিজে জেমিনাই 3 প্রো ও আরও উন্নত জেমিনাই 3 ডিপ থিঙ্ক উন্মোচন করেছে। দক্ষতার নিরিখে চ্যাটজিপিটি 5.1 এবং ক্লড 4.5 সনেটের মতো অত্যাধুনিক AI মডেলকেও ছাপিয়ে গিয়েছে। এটি আরও দ্রুত ও সঠিকভাবে কাজ করতে সক্ষম৷ কোডিং, গণিত, অটোমেটিক এজেন্টের মতো কাজ করার ক্ষমতায় বড় উন্নতি এসেছে।

গুগল জেমিনাই এজেন্ট ফিচার এনেছে যা ব্যবহারকারীর ইনবক্স গোছানো থেকে শুরু করে টিকিট বুক করতে সক্ষম। জেমিনাই অ্যাপের ডিজাইনও পাল্টে গিয়েছে। এখন সঠিক উত্তর বা ফলাফল পেতে দীর্ঘ বা জটিল প্রম্পট দেওয়ার প্রয়োজন পড়বে না। AI মডেলটির উদ্দেশ্য ও প্রেক্ষাপট বোঝার ক্ষমতা বেড়েছে, ফলে সাধারণ প্রম্পটেও প্রাসঙ্গিক এবং নির্ভুল উত্তর পাবে ব্যবহারকারীরা৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio সিম আছে? নতুন Gemini 3 মডেল সহ 35,100 টাকার AI পরিষেবা সবার জন্য ফ্রি!
  2. ভারতীয় সংস্থা Wobble চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে নতুন ফোন লঞ্চ করল, চার ক্যামেরা ও 12GB র‍্যাম রয়েছে
  3. Exclusive: iQOO 15 এর দাম লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস, বাজার কাঁপাতে পারবে?
  4. Poco F8 সিরিজ 6500mAh ব্যাটারি নিয়ে আসছে, লুকস ও ফিচার্সে একদম নতুনত্ব
  5. OnePlus Ace 6T সবথেকে পাওয়ারফুল 8000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হচ্ছে নভেম্বরে
  6. Oppo Reno 15C সস্তায় প্রিমিয়াম ডিজাইন এবং ট্রিপল ক্যামেরা সহ ডিসেম্বরে লঞ্চ হবে
  7. 50MP সেলফি ক্যামেরার 5G ফোন 14,000 টাকা কমে মিলছে, 18 মিনিটেই ব্যাটারি ফুল চার্জ!
  8. Poco আনছে তাদের ইতিহাসে সবথেকে শক্তিশালী স্মার্টফোন, ফিচার্স চমকে দেবে
  9. Moto G57 Power ভারতে নভেম্বর 24 লঞ্চ হচ্ছে, সস্তায় 7,000mAh ব্যাটারি ও 50MP Sony ক্যামেরা থাকবে
  10. Oppo Find X9 সিরিজ 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, ফোনেই এবার DSLR-এর ছবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.