জনপ্রিয় সোশাল মিডিয়া ওয়েবসাইট Facebook কে হারিয়ে দিল Reddit। সম্প্রতি জানা গিয়েছে মার্কিন মুলুকের জনতা সোশাল মিডিয়া হিসাবে Reddit কেই বেশি পছন্দ করছে।
মার্কিন মুলুকে একজন রেডিত ইউজার দিনে গড়ে 15 মিনিট 10 সেকেন্ড সময় ব্যায় করেন রেডিটে
জনপ্রিয় সোশাল মিডিয়া ওয়েবসাইট Facebook কে হারিয়ে দিল Reddit। সম্প্রতি জানা গিয়েছে মার্কিন মুলুকের জনতা সোশাল মিডিয়া হিসাবে Reddit কেই বেশি পছন্দ করছে। অন্তত নম্বর সেই কথাই বলছে। মোট ভিসিটের সংখ্যায় সম্প্রতি ফেসবুক কে হারিয়ে দিয়েছে রেডিট। সম্প্রতি এই খবর পাওয়া গিয়েছে অ্যালেক্সার কাছ থেকে। প্রসঙ্গত অ্যামাজনের ট্র্যাফিক অ্যানালাইজিং প্ল্যাটফর্মের নাম অ্যালেক্সা।
আমেরিকায় এখনো সরথেকে বেশিবার ভিসিটের লিস্টে এক নম্বরে রয়েছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগুল। এই লিস্টে দুই নম্বরে আছে গুগুলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। ফেসবুক কে হারিয়ে তিন নম্বত স্থানটি দখন করেছে রেডিট। তাই চার নম্বরে এই মুহুর্তে রয়েছে সোশাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। এই লিস্টে পঞ্চম স্থানে রয়েছে মার্কিন ই কমার্স সাইট অ্যামাজন। প্রসঙ্গত ফেসবুক কে হারানোর এই তথ্য প্রথম খুঁজে পান এক রেডিট ইউজার ।
মার্কিন মুলুকে একজন রেডিত ইউজার দিনে গড়ে 15 মিনিট 10 সেকেন্ড সময় ব্যায় করেন রেডিটে। অন্যদিকে একজন ফেসবুক ব্যাবহারকারী প্রাতিদিন গড়ে 10 মিনিট 50 সেকেন্ড সময় ব্যয় করেন ফেসবুকে। রেডিটে প্রতিদিন গড়ে 9.73 জন ভিসিটার ভিসিট করেন।
সম্প্রতি ডাটা স্ক্যান্ডালে ফেসবুকের মুখ পুড়েছে। সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ায় অনেক গ্রাহক ফেসবুক ব্যাবহার বন্ধ করে ফিয়েছেন। আর সেই সময়ে রেডিটের ফেসবুককে টপকে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
ইউরোপে ডাটা প্রোটেকশান রেগুলেশানে কড়াকড়ি হওয়ার কারনে সম্প্রতি নিজেদের সুরক্ষা ব্যাবস্থা আঁটোসাঁটো করতে বাধ্য হয়েছে এই মার্কিন সোশাল মিডিয়া জায়েন্ট। স্ট্যাটিস্টার জানিয়েছে সম্প্রতি প্রায় 1.69 বিলিয়ান মানুষ রেডিট ব্যাবহার করেছেন।
2018 সালের প্রথম তিন মাসে ফেসবুকের অ্যাকটিভ ইউজারের সংখ্যা 2.19 বিলিয়ান। যদিও রেডিটে এই মোট ট্রাফিকের 40% আসে কোম্পানির ডেক্সটপ সাইট থেকে। আমেরিকার পরেই ডেক্সটপে রেডিটের সবথেকে বেশি গ্রাহক রয়েছে ইংল্যান্ড ও কানাডায়।
এখন ডাটা স্ক্যান্ডালের পরে কীভাবে ফেসবুক আবার তার গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে তা দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সোশাল মিডিয়া বিশেষজ্ঞরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters