সোমবার সিলিকন ইয়ালি হাবের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিউ টাউনে 100 একর জায়গার উপরে নতুন এই হাব তৈরী হবে।
আধিকারীকরা জানিয়েছেন নিউ টাউনে 40 একর জমিতে রিলায়েন্স জিও একটি ডাটা সেন্টার তৈরী করবে
সোমবার সিলিকন ইয়ালি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিউ টাউনে 100 একর জায়গার উপরে নতুন এই হাব তৈরী হবে।
আধিকারীকরা জানিয়েছেন এই জায়গায় 40 একর জমিতে রিলায়েন্স জিও একটি ডাটা সেন্টার তৈরী করবে।
“শুধুমাত্র রাজ্য বা দেশেই নয়, সারা পৃথিবীর অন্যতম সেরা আইটি গন্তব্য হবে এই সিলিকন ভ্যালি হাব” এই অনুষ্ঠানে জানিয়েছেন মমতা ব্যানার্জী।
তিনি বলেন কোম্পানিগুলিকে বিভিন্ন সুবিধা দিয়ে থাকে শিল্প ও প্রযুক্তি বান্ধব পশ্চিমবঙ্গ সরকার।
“রিলায়েন্স জিও এখানে একটি বিশ্বমানের ডাটা সেন্টার তৈরী করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা খুশি। একই দিনে Amazon, Fujisoft ও পুরুলিয়া, মালদা ও শিলিগুড়িতে নতুন আইটি পার্কের কাজ শুরু হয়েছে” বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উচ্চমানের আইটি সমাধানের জন্য Amazon ও Fujisoft এর সাথে কাত মিলিয়ে কাজ করেছেন এই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
এই জায়গাতে 50 একর জমিতে Infosys নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হবে বলে সোমবার ঘোষনা করা হয়েছে।
525,000 বর্গফুট জায়গায় বাড়ি তৈরীতে মোট 100 কোটি টাকা ক্ষরচ করবে কোম্পানি।
জমি হাতে পাওয়ার 15 মাস পরে প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks