তন্ময় ভাট ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার
Photo Credit: Amazon India
উচ্চ আয়ের নিরিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের সঙ্গে একই সারিতে বসছে ইউটিউবারের নাম। আধুনিক যুগে অন্যতম আকর্ষণীয় পেশা হয়ে দাঁড়িয়েছে এটি। YouTube এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। আর এখানে যারা ভিডিও আপলোড করে আয় করেন তারাই পরিচিত ইউটিউবার নামে। প্রথাগত শিক্ষায় যেখানে কাজের সংখ্যা কমছে, সেখানেই রোজগারের নতুন দিশা দেখাচ্ছে ইউটিউব। ভাইরাল হতে পারলেই বিনোদন, পডকাস্ট, বা শিক্ষামূলক ভিডিও বানিয়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম বা হাতের খেল। টেক ইনফর্মারের প্রতিবেদন অনুযায়ী, ভারতে এমন কয়েকজন হাতেগোনা ইউটিউবার আছেন যাদের সম্পত্তির পরিমাণ 100 কোটির গন্ডি ছাড়িয়েছে। ভারতের সবচেয়ে ধনী ইউটিউবারের নাম ও আয় শুনলে আপনারই মাথা ঘুরে যাবে।
ভুবন বাম এ দেশে ব্যক্তিগত ডিজিটাল কমিডির অন্যতম পথপ্রদর্শক বললে ভুল হবে না। তিনি একাই একশো। বিবি কি ভাইনস চ্যানেলে সমীর ফুদ্দি, ব্যাঞ্চো, মিস্টার হোলা, টিটু মামা, অ্যাঙ্গরি মাস্টারজির মতো বিভিন্ন বয়সের একাধিক মজাদার চরিত্রে একাই সমস্ত দৃশ্যে অভিনয় করে প্রশংসা আদায় করে নিয়েছেন। টেক ইনফর্মারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভুবন ভারতের পঞ্চম ধনী ইউটিউবার। তাঁর সম্পত্তির পরিমাণ 122 কোটি। OTT প্ল্যাটফর্মের অভিনয়ে মন জিতেছেন তিনি। বর্তমানে তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 26.6 মিলিয়ন।
ক্যারিমিনাতির আসল নাম অজয় নাগর। একাধারে তিনি যেমন একজন গেমার ও র্যাপার, তেমনই রোস্ট এবং প্যারোডি ভিডিও নির্মাতা। অনলাইনে বিভিন্ন বিষয়বস্তু ও ব্যক্তিত্বদের নিয়ে মজাদার ভিডিয়ো বানিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ 131 কোটি টাকা। চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 45.1 মিলিয়ন। ক্যারিমিনাতি শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম বড় ও প্রভাবশালী ব্যক্তিগত ইউটিউবার।
সময় রায়না ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান। ধারালো রসবোধের জন্য পরিচিত হলেও অনেক ক্ষেত্রেই তার কৌতুক নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর ইন্ডিয়া'স গট ল্যান্টেন্ট' শো বিপুল জনপ্রিয়৷ কিন্তু বিতর্কিত বিষয় উপস্থাপনের জন্য আইনি ঝামেলায় জড়িয়েছিলেন। রিপোর্ট বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ 140 কোটি টাকা। চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 7.42 মিলিয়ন।
টেকনিক্যাল গুরুজির আসল নাম গৌরব চৌধুরি। ভারতের সবচেয়ে প্রভাবশালী টেক ইউটিউবার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। সহজবোধ্য রিভিউ ও জটিল প্রযুক্তিগত বিষয়ের সরল ব্যাখ্যা তাঁর জনপ্রিয়তার বড় কারণ। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তাঁর সম্পত্তির পরিমাণ 356 কোটি টাকা। চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 23.7 মিলিয়ন।
ভারতে ডিজিটাল কমেডির জগতে বিপ্লব ঘটানোর পিছনে তন্ময় ভাটের অবদান অনস্বীকার্য। তিনি এখন ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার! পেশায় কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর তন্ময়ের নাম শীর্ষে দেখে অনেকেরই অবাক হওয়ার কথা কিন্তু রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। তাঁর সম্পত্তির পরিমাণ 665 কোটি টাকা বলে জানা গিয়েছে। তন্ময়ের মূল চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 5.2 মিলিয়ন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.