India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?

পেশায় কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর তন্ময় ভাট এখন ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার।

India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?

Photo Credit: Amazon India

তন্ময় ভাট ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার

হাইলাইট
  • ভারতের সবথেকে ধনী পাঁচ ইউটিউবারের কাছে 100 কোটির বেশি সম্পত্তি
  • বিবি কি ভাইনস খ্যাত ভুবন বাম 122 কোটির মালিক
  • কমেডিয়ান সময় রায়নার কাছে 140 কোটি টাকার সম্পত্তি
বিজ্ঞাপন

উচ্চ আয়ের নিরিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের সঙ্গে একই সারিতে বসছে ইউটিউবারের নাম। আধুনিক যুগে অন্যতম আকর্ষণীয় পেশা হয়ে দাঁড়িয়েছে এটি। YouTube এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। আর এখানে যারা ভিডিও আপলোড করে আয় করেন তারাই পরিচিত ইউটিউবার নামে। প্রথাগত শিক্ষায় যেখানে কাজের সংখ্যা কমছে, সেখানেই রোজগারের নতুন দিশা দেখাচ্ছে ইউটিউব। ভাইরাল হতে পারলেই বিনোদন, পডকাস্ট, বা শিক্ষামূলক ভিডিও বানিয়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম বা হাতের খেল। টেক ইনফর্মারের প্রতিবেদন অনুযায়ী, ভারতে এমন কয়েকজন হাতেগোনা ইউটিউবার আছেন যাদের সম্পত্তির পরিমাণ 100 কোটির গন্ডি ছাড়িয়েছে। ভারতের সবচেয়ে ধনী ইউটিউবারের নাম ও আয় শুনলে আপনারই মাথা ঘুরে যাবে।

ভারতের সবচেয়ে ধনী পাঁচ ইউটিউবার

5. ভুবন বাম (বিবি কি ভাইনস)

ভুবন বাম এ দেশে ব্যক্তিগত ডিজিটাল কমিডির অন্যতম পথপ্রদর্শক বললে ভুল হবে না। তিনি একাই একশো। বিবি কি ভাইনস চ্যানেলে সমীর ফুদ্দি, ব্যাঞ্চো, মিস্টার হোলা, টিটু মামা, অ্যাঙ্গরি মাস্টারজির মতো বিভিন্ন বয়সের একাধিক মজাদার চরিত্রে একাই সমস্ত দৃশ্যে অভিনয় করে প্রশংসা আদায় করে নিয়েছেন। টেক ইনফর্মারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভুবন ভারতের পঞ্চম ধনী ইউটিউবার। তাঁর সম্পত্তির পরিমাণ 122 কোটি। OTT প্ল্যাটফর্মের অভিনয়ে মন জিতেছেন তিনি। বর্তমানে তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 26.6 মিলিয়ন।

4. ক্যারিমিনাতি

ক্যারিমিনাতির আসল নাম অজয় নাগর। একাধারে তিনি যেমন একজন গেমার ও র‍্যাপার, তেমনই রোস্ট এবং প্যারোডি ভিডিও নির্মাতা। অনলাইনে বিভিন্ন বিষয়বস্তু ও ব্যক্তিত্বদের নিয়ে মজাদার ভিডিয়ো বানিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ 131 কোটি টাকা। চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 45.1 মিলিয়ন। ক্যারিমিনাতি শুধু ভারতের নয়, এশিয়ার অন্যতম বড় ও প্রভাবশালী ব্যক্তিগত ইউটিউবার।

3. সময় রায়না

সময় রায়না ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান। ধারালো রসবোধের জন্য পরিচিত হলেও অনেক ক্ষেত্রেই তার কৌতুক নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর ইন্ডিয়া'স গট ল্যান্টেন্ট' শো বিপুল জনপ্রিয়৷ কিন্তু বিতর্কিত বিষয় উপস্থাপনের জন্য আইনি ঝামেলায় জড়িয়েছিলেন। রিপোর্ট বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ 140 কোটি টাকা। চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 7.42 মিলিয়ন।

2 টেকনিক্যাল গুরুজি

টেকনিক্যাল গুরুজির আসল নাম গৌরব চৌধুরি। ভারতের সবচেয়ে প্রভাবশালী টেক ইউটিউবার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। সহজবোধ্য রিভিউ ও জটিল প্রযুক্তিগত বিষয়ের সরল ব্যাখ্যা তাঁর জনপ্রিয়তার বড় কারণ। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, তাঁর সম্পত্তির পরিমাণ 356 কোটি টাকা। চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 23.7 মিলিয়ন।

1. তন্ময় ভাট

ভারতে ডিজিটাল কমেডির জগতে বিপ্লব ঘটানোর পিছনে তন্ময় ভাটের অবদান অনস্বীকার্য। তিনি এখন ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার! পেশায় কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর তন্ময়ের নাম শীর্ষে দেখে অনেকেরই অবাক হওয়ার কথা  কিন্তু রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। তাঁর সম্পত্তির পরিমাণ 665 কোটি টাকা বলে জানা গিয়েছে। তন্ময়ের মূল চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 5.2 মিলিয়ন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন নতুন বছরের শুরুতেই 59,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, কোথায় পাবেন জেনে নিন
  2. Poco M8 5G কার্ভড 3D স্ক্রিনের সঙ্গে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  3. Oppo Reno 15 সিরিজ ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  4. Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
  5. 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
  6. BSNL-এর মাস্টারস্ট্রোক, নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, পুরো ফ্রি-তে!
  7. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  8. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  9. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  10. Oppo Find X9s মার্চে বাজারে আসতে পারে, 200MP + 200MP ডুয়াল ক্যামেরায় কাঁপাবে বাজার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »