অল্প বয়সীরা ইউটিউবে Shorts ভিডিও দেখতে পারবে কিনা, তা এবার অভিভাবকরাই ঠিক করবেন।
Photo Credit: Unsplash/Collabstr
Parents can now set screen time limits for YouTube Shorts
চারপাশে যা ঘটছে কোনও ভ্রুক্ষেপ নেই। শুধু মাথা নিচু করে স্ক্রিনে চোখ রেখে চলছে একের পর এক শর্ট ভিডিওর স্ক্রলিং। একটা শেষ হলে আঙুলের আলতো ছোঁয়ায় আরেকটা। বিশেষ করে এই অভ্যাসের প্রবণতা বাড়ছে নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের মধ্যে৷ পড়াশোনা বা খাওয়া-দাওয়া ভুলে মন যেন ডুবে আছে সেই সোশ্যাল মিডিয়াতে। তাহলে অভিভাবকদের করণীয় কি? জোর করে মোবাইল ফোন কেড়ে নেবেন কিংবা বকাঝকা করবেন? এখন আর সেই সবের দরকার নেই। YouTube নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। অল্প বয়সীরা ইউটিউবে Shorts ভিডিও দেখতে পারবে কিনা ও পারলেও কতটা সময় ধরে, সেই সিদ্ধান্ত এবং নিয়ন্ত্রণ এই প্রথম সরাসরি অভিভাবকদের হাতে তুলে দিচ্ছে Google।
ইউটিউব তিনটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে এসেছে। নতুন আপডেটগুলির লক্ষ্য হল, স্ক্রিন টাইম কন্ট্রোল, কিশোর এবং কিশোরীদের জন্য উপযুক্ত কনটেন্ট দেখানো, ও পরিবারের জন্য সহজ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। গুগল নতুন আপডেটে ইউটিউবে নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার লঞ্চ করেছে। এখন থেকে অভিভাবকরা তাদের সন্তানের আসক্তি কমাতে ইউটিউব শর্টস দেখার সময়সীমা বেঁধে দিতে পারবেন।
ইউটিউবের ব্লগ পোস্টে বলা হয়েছে যে শর্টস দেখার সময়সীমা সর্বনিম্ন 0 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত সেট করতে পারবেন অভিভাবকরা। অর্থাৎ চাইলে বাচ্চাদের শর্টস দেখাটাই পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা হাতে পাচ্ছে বড়রা। এর ফলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে শুরু করবে। আবার অবসর সময়ে ছোটদের বিনোদনের জন্য অভিভাবকরা 15 মিনিট, 30 মিনিট, বা 45 মিনিটের জন্য শর্টসের সময়সীমা বাড়াতে পারবেন।
অভিভাবকরা সন্তানের ইউটিউব অ্যাকাউন্টে বিরতি নেওয়ার জন্য বা নির্দিষ্ট ঘুমের সময় রিমাইন্ডার করে রাখতে পারবেন। ইউটিউব 18 বছরের কম বয়সীদের জন্য নতুন কনটেন্ট গাইডলাইনও চালু করেছে। এর পিছনে কারণ হল, কিশোর-কিশোরীরা যাতে শুধুমাত্র বিনোদনমূলক নয়, পাশাপাশি শিক্ষামূলক ও বয়স উপযোগী ভিডিও দেখতে পারে। অপ্রাপ্তবয়স্কদের ফিডে ইতিবাচক ও তথ্যভিত্তিক কনটেন্টকে অগ্রাধিকার দেবে কোম্পানি।
ফ্যামিলি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টকে আরও সহজ করে তোলার লক্ষ্যে তৃতীয় আপডেট আনা হয়েছে। ইউটিউব খুব শীঘ্রই একটি নতুন সাইন-আপ সিস্টেম চালু করবে, যার ফলে অভিভাবকদের সন্তানের অ্যাকাউন্ট ম্যানেজ করা সহজ হবে। বাচ্চার জন্য সুপারভাইজ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সরল করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় কয়েকটি ট্যাপেই কিড, টিন, ও প্যারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পরিবর্তন করা যাবে। প্রত্যেক ব্যবহারকারী তার বয়স অনুসায়ী কনটেন্ট রেকমেন্ডেশন ও সেটিংস পাবে। যার ফলে বারবার ম্যানুয়ারি সেটিংস বদল করার প্রয়োজন হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Photos App Could Soon Bring New Battery Saving Feature, Suggests APK Teardown