ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, দাভিস-এর বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং ছাত্র তানিস্ক আব্রাহাম সর্বোচ্চ সম্মানের সাথে স্নাতক হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।
Photo Credit: Facebook/ Tanishq Abraham
মাত্র 15 বছর বয়সেই স্নাতক হয়ে এবার গবেষণা শুরু করতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্র। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া,দাভিস-এর বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং ছাত্র তানিস্ক আব্রাহাম সর্বোচ্চ সম্মানের সাথে স্নাতক হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।
“অবশ্যই আমি খুব খুশি হয়েছি। নিজেকে নিয়ে গর্বিত অনুভব করছি আমি।” বনে জানিয়েছেন তানিস্ক।
“পড়াশুনার প্রতি খুবই আবেগপ্রবণ আব্রাহাম। আমাদের ওর এই আবেগ ধরে রাখার কাজ করতে হবে।” বলে জানিয়েছেন আব্রাহামের মা ও বাবা।
কোন ব্যক্তির চামড়া পুড়ে গেলে সেই রোগীর চারড়া স্পর্শ না করে হৃদস্পন্দণ মাপার যন্ত্র তৈরী করেছেন তানিস্ক। মাত্র সাত বছর বয়সেই তানিস্কের লেখা ওএও-র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এছাড়াও জনপ্রিয় TEDx ইনভেন্টে আমন্ত্রিত বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন তানিস্ক। আপাতত নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে গবেষণায় মননিবেশ করবেন 15 বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ছাত্র।
বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার স্বপ্ন দেখেন তানিস্ক। “আমি ক্যান্সারের চিকিৎসা খুঁজে বার করতে আগ্রহী। আরও সহজে ক্যান্সারের চিকিৎসা খুঁজে বার করতে চাই।” বলে জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া,দাভিস তাকে গবেষণা ছাত্র হিসাবে স্বীকার করেছে। আগামী পাঁচ বছরে এই বিশ্ববিদ্যালয় থেকেই এম.ডি করার পরিকল্পনা রয়েছে তানিস্কের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket