চারটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে এই টিভিগুলি। Mi TV 4C, Mi TV 4X, ও Mi TV 4S নামে বাজারে এসেছে এই চারটি টিভি। 32 ইঞ্চি থেকে 55 ইঞ্চি রেঞ্জের এই টিভিগুলির দাম 10,600টাকা থেকে 35,100টাকার মধ্যে। চিনে ইতিমধ্যেই এই সবকটি টিভির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামি 31 মে থেকে শিপিং শুরু হবে প্রি বুকড ডিভাইসগুলি। প্রসঙ্গত এই একই দিনে অনুষ্ঠিত হবে কোম্পানির বার্শিক প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট। বেজিং এ এই ইভেন্টে লঞ্চ হবে Xiaomi র নতুন ফ্ল্যাগশিপ Mi 8 আর লেটেস্ট অপারেটিং সিস্টেম MIUI 10।
32 ইঞ্চি Xiaomi Mi TV 4C মডেলের দাম 999 ইউয়ান (প্রায় 10,600 টাকা)। এই টিভিতে রয়েছে একটি 1366x768 রেসোলিউশানের HD ডিসপ্লে প্ল্যানেল। এই প্ল্যানেলের ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি। এই টিভির রিফ্রেশ রেট 60Hz। Xiaomi Mi TV 4C তে রয়েছে একটি ARM অ্যাডভান্সড মাল্টিকোর প্রসেসার, 1GB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য Xiaomi Mi TV 4C তে আছে দুটি HDMI পোর্ট, আর একটি করে AV, USB ও Ethernet পোর্ট। এই টিভিতে চলবে Xiaomi র নিজস্ব PatchWall ইন্টারফেস।
55 ইঞ্চি ও 43 ইঞ্চি দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে নতুন Xiaomi Mi TV 4S সিরিজে। চিনে 43 ইঞ্চি ভেরিয়েন্টের দাম 1,799 ইউয়ান (প্রায় 19,100 টাকা) এই টিভিতে থাকবে একটি 4K ডিসপ্লে। যার রেসপন্স রেট 60Hz। এছাড়াও আছে একটি ঙ্কোয়াডকোর প্রসেসার, 1GB RAM ও 8GB স্টোরেজ। যদিও 55 ইঞ্চি ভেরিয়েন্টে থাকবে কার্ভড ডিসপ্লে, 2GB RAM 8GB স্টোরেজ। চিনে এই ভেরিয়েন্টের দাম 3,299 ইউয়ান (প্রায় 35,100 টাকা)।
দুটি ভেরিয়েন্টেই থাকবে Wi-Fi, Bluetooth দুটি HDMI পোর্ট (55 ইঞ্চি মডেলে তিনটি) আর একটি করে AV, USB ও Ethernet পোর্ট। এই টিভিতে চলবে Xiaomi র নিজস্ব PatchWall ইন্টারফেস।
55 ইঞ্চি এই স্মার্ট টিভির দাম 2,799 ইউয়ান (প্রায় 29,800 টাকা)। এই টিভিতে থাকবে একটি 4K ডিসপ্লে। এছাড়াও থাকবে AI বেসড ভয়েস রিকগনিশান সিস্টেম, আলট্রা থিক বেজেল, ডলবি অডিও, 64 bit কোয়াডকোর চিপসেট, 2GB RAM, 8GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য থাকছে তিনটি HDMI, দুটি USB, একটি AV পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন