কিছুদিন আগেই নতুন জেনারেশানের Intel প্রসেসার সহ নতুন MacBook Pro বাজারে এনেছিল Apple। 13 ইঞ্চি ও 15ইঞ্চির নতুন এই MacBook Pro গুলিতে ব্যবহার হয়েছে অষ্টম জেনারেশানের Core i5, Core i7 আর Core i9 প্রসেসার। এর মধ্যে টপ মডেল 15 ইঞ্চি MacBook Pro তে ব্যবহার হয়েছে Core i9-8950HK প্রসেসার। এই প্রসেসারেরর বেস ক্লক স্পিড 2.9 GHz। তবে Intel এর টার্বো বুস্টিং টেকনোলজি ব্যবহার করে এই প্রসেসারে 4.8 GHz পর্যন্ত ক্লক স্পিড পৌঁছাতে পারে। তবে এক ভিডিও রিভিউয়ার দাবি করেছেন MacBook Pro এর ডিজাইনে আসমস্যার জন্য এই ল্যাপটপে Core i9-8950HK প্রসেসারে বেস ক্লক স্পিডে চলতে পারছে না এই ডিভাইস।
নিজের YouTube চ্যানেল Deva2D তে জনপ্রিয় টেক ইউটিউবার ডেভ লি দেখিয়েছেন ভিডিও এডিটিং সফটওয়্যার Adobe Premiere Pro দিয়ে রেন্ডার করার সময় 2017 সালের Core i7 প্রসেসারের MacBook Pro তে 2018 সালের Core i9 MacBook Pro ল্যাপটপ থেকে কম সময় লেগেছে। একই ভিডিও রেন্ডার করতে 2017 সালের Core i7 প্রসেসারের MacBook Pro তে 35 মিনিট 22 সেকেন্ড সময় লেগেছে। অন্যদিকে 2018 সালের Core i9 MacBook Pro ল্যাপটপে এই একই ভিডিও রেন্ডার করতে সময় লেগেছে 39 মিনিট 37 সেকেন্ড।
YouTube এ পোস্ট করা এই ভিডিওতে ডেভ বলেন, “টার্বো বুস্টিং এর কথা ভুলে যান, নতুন এই MacBook Pro ল্যাপটপ নিজের বেস ক্লক স্পিডেও চলতে পারে না। যা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।” এই ভিডিওতে তিনি ব্যাক্ষা করে জানিয়েছেন দারুন ক্ষমতাশালী এই CPU কে কিভাবে যথেষ্ট ভালো ডিজাইনের অভাবে এই ল্যাপটপে সঠিক ভাবে ব্যবহারে অক্ষম হয়েছে Apple। বেশি দামের এই ল্যাপটপ এতটা গরম হয়ে যাওয়ার ঘোটনা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন লি।
প্রধাণত প্রফেশানালদের ব্যবহারের কথা মাথায় রেখে MacBook Pro ডিজান করে Apple। কয়েক লক্ষ টাকা দিয়ে এই ল্যাপটপ কিনে কোন প্রফেশানাল এই কথা শুনতে চাইবেন না যে তাঁদের ল্যাপটপে ডিজাইনের খামতির জন্য এই ল্যাপটপ অস্বাভাবিক গরম হয়ে ওঠে। যদিও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞাপনে দেখানো হচ্ছে এই ল্যাপটপের Core i9 প্রসেসারের বেস স্পিড 2.9 GHz সহ এই ল্যাপটপে টার্বো বুস্টিং সাপোর্ট পাওয়া যাবে। আশা করা হচ্ছে শিঘ্রই ফার্মওয়্যার আপডেট করে এই ল্যাপটপের পারফর্মেন্সে উন্নতি আনতে পারে Apple।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন