সব MacBook আর MacBook Pro এর খারাপ কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেবে Apple। এছাড়াও কোন গ্রাহক যদি ইতিমধ্যেই টাকা দিয়ে এই কি-বোর্ড সারিয়ে থাকেন তবে তার সেই টাকা ফেরত দিয়ে দেবে Apple।
MacBook আর MacBook Pro এর কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেওয়ার কথা জানালো Apple। সারা পৃথিবীর অনেক MacBook আর MacBook Pro এর গ্রাহক এই ল্যাপটপের খারাপ কি-বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেন। আর সম্প্রতি এই অভিযোগ স্বীকার করে নেই Apple। ‘খুব অল্প সংখ্যক কি-বোর্ড’ খারাপ বলে জানিয়েছে কোম্পানি। আর এবার সেই ল্যাপটপের কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেওয়ার কথা জানালো Apple।
সব MacBook আর MacBook Pro এর খারাপ কি-বোর্ড বিনামূল্যে সারিয়ে দেবে Apple। এছাড়াও কোন গ্রাহক যদি ইতিমধ্যেই টাকা দিয়ে এই কি-বোর্ড সারিয়ে থাকেন তবে তার সেই টাকা ফেরত দিয়ে দেবে কোম্পানিটি। 2015 সালের 12 ইঞ্চি রেটিনা MacBook থেকে 2017 সালের 15 ইঞ্চি MacBook Pro এর সব মডেলের কি-বোর্ডএর বাটারফ্লাই সুইচ ডিজাই দেখা যায়। 2015 সালের ল্যাপটপে প্রথম এই কি-বোর্ড লঞ্চ করা হয়েছিল।
নতুন প্রযুক্তির এই কি-বোর্ড বানিয়েছিল Apple। কোমানি জানিয়েছিল এই কি-বোর্ড আগের থেকে অনেক পাতলা ও প্রত্যেক কি তেও ব্যাকলাইট দেখা গিয়েছিল। বহু বছর ধরেই এই কি-বোর্ড এর বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন গ্রাহকরা। একটু ধুলো ঢুকলেই এই কি-বোর্ড কাজ করা বন্ধ করে দেয় বলেই অভিযোগ। ওয়্যারিন্টির বাইরে এই কি-বোর্ড সারাতে $700 (প্রায় 47,500 টাকা) খরচ হয়।
কোম্পানির ওয়েবসাইটে MacBook ব্যবহারকারীদের কি-বোর্ড বদল করার নির্দেশনামা প্রকাশ করেছে Apple। আপনার ল্যাপটপ এই প্রগ্রামে অন্তর্ভুক্ত হল কী না জানতে Apple menu > About This Mac এ ক্লিক করুন।
এক বিবৃতিতে Apple জানিয়েছে, “আজকে গ্রাহকদের জন্য কি-বোর্ড সার্ভিস প্রোগ্রাম লঞ্চ করলাম। খুব অল্প সংখ্যক MacBook আর MacBook Pro এর গ্রাহকের ল্যাপটপে কি-বোর্ড এ সমস্যা দেখা দিয়েছে।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Ultra May Get Super Fast Charging 3.0 Upgrade; Tips One UI 8.5 Code
Apple Challenges India’s Antitrust Penalty Law That Could Cost It $38 Billion: Report