16 ইঞ্চি MacBook Pro তে থাকবে একটি 3072X1920 পিক্সেলস LCD ডিসপ্লে। আগে 15.4 ইঞ্চি MacBook Pro তে 2880X1800 পিক্সেল ডিসপ্লে দেখা গিয়েছিল।
সেপ্টেম্বর মাসে নতুন 16 ইঞ্চি MacBook Pro নিয়ে আসছে Apple। IHS Markit অ্যানালিস্টের এক মিডিয়া রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে।
“2019 সালের সেপ্টেম্বর মাসে একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Apple।” জানিয়েছেন IHS Markit এর অ্যাসোসিয়েট ডিরেক্টার জেফ লিন।
16 ইঞ্চি MacBook Pro তে থাকবে একটি 3072X1920 পিক্সেলস LCD ডিসপ্লে। আগে 15.4 ইঞ্চি MacBook Pro তে 2880X1800 পিক্সেল ডিসপ্লে দেখা গিয়েছিল। তবে এই ল্যাপটপে কী প্রসেসর থাকবে জানা যায়নি।
আগে এক রিপোর্টে মিং-চি কুও নতুন Apple প্রোডাক্ট লঞ্চের কথা জানিয়েছিলেন।
কুও জানিয়েছিলেন, 10 অথবা 12 ইঞ্চি ডিসপ্লের iPad লঞ্চ হতে পারে 2020 সালে। LED প্যানেল সহ 2021 সালে লঞ্চ হতে পারে 15 থেকে 17 ইঞ্চি ডিসপ্লের MacBook Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Instagram’s Edits App Updated With New Templates, Lock Screen Widgets and More