ভারতে তিনটি নতুন ল্যাপটপ নিয়ে এল Asus, এই ল্যাপটপগুলি হল Asus VivoBook 14 X403, VivoBook 14 X409 আর VivoBook 15 X509। তিনটি ল্যাপটপে 8th Gen Inter প্রসেসর চলবে। Asus VivoBook 14 X403 ল্যাপটপে থাকছে MIL-STD-810G মিলিটারি গ্রেড বিল্ড। VivoBook 14 X409 এ থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তুলনামুলক কম দামে ভালো পারফর্মেন্সের জন্য এই ল্যাপটপে থাকছে PCIe SSD স্টোরেজ আর ভালো ব্যাটারি লাইফ।
Asus VivoBook 14 X403 এ থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। মাত্র 4.1 মিমি চওড়া এই ল্যাপটপের বেজেল। ল্যাপটপের ভিতরে থাকছে 8th Gen Intel Core i5-8265U প্রসেসর, 8GB LPDDR3 RAM আর 512GB PCIe Gen3 SSD স্টোরেজ। সাথে থাকছে Intel HD 620 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। লম্বা ব্যাক আপ এর জন্য থাকছে 4 সেল 72 Whr ব্যাটারি।
Asus VivoBook 14 X403 এর দাম 54,990 টাকা। Amazon.in আর Asus অথোরাইজড ডিলারের কাছ থেকে এই ল্যাপটপ পাওয়া যাবে।
Asus VivoBook 14 X409 এ থাকছে একটি 14 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকছে 8th Gen Intel i3-7020U অথবা 8th Gen Intel Core i5-8265U প্রসেসর, 12GB LPDDR3 RAM আর 512GB PCIe SSD স্টোরেজ অথবা 1TB HDD স্টোরেজ। সাথে থাকছে Intel HD 620 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অথবা Nvidia GeForce MX230 GPU আর 2 সেল 32 Whr ব্যাটারি। Asus VivoBook 14 X409 এর দাম শুরু হচ্ছে 32,990 টাকা থেকে।
Asus VivoBook 15 X509 এ থাকছে একটি 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে। ল্যাপটপের ভিতরে থাকছে 8th Gen Intel i3-7020U অথবা 8th Gen Intel Core i5-8265U অথবা 8th Gen Intel Core i7-8565U প্রসেসর, 12GB LPDDR3 RAM আর 512GB PCIe SSD স্টোরেজ অথবা 1TB HDD স্টোরেজ। সাথে থাকছে Nvidia GeForce MX230 GPU আর 2 সেল 32 Whr ব্যাটারি। Asus VivoBook 15 X509 এর দাম শুরু হচ্ছে 30,990 টাকা থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন