মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়েছিল Dell Latitude 7400। ভারতে এই ল্যাপটপের দাম 1,35,000 টাকা (ট্যাক্স ছাড়া)। বছরের শুরুতে লাস ভেগাসে কনসিউমার ইলেকট্রনিক শো তে লঞ্চ হয়েছিল Dell Latitude 7400 2-in-1।
ভারতে Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের দাম 1,35,000 টাকা
ভারতে নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ লঞ্চ করল Dell। এটা বিশ্বের সবথেকে ছোট 14 ইঞ্চি বাণিজ্যিক টু-ইন-ওয়ান ল্যাপটপ। Dell Latitude 7400 ল্যাপটপে রয়েছে Dell এর ExpressSign-in, Cat. 16 Gigabit LTE আর ExpressCharge। মাত্র 1 ঘন্টায় 80 শতাংশ চার্জ হয় এই ল্যাপটপ। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়েছিল Dell Latitude 7400। ভারতে এই ল্যাপটপের দাম 1,35,000 টাকা (ট্যাক্স ছাড়া)। বছরের শুরুতে লাস ভেগাসে কনসিউমার ইলেকট্রনিক শো তে লঞ্চ হয়েছিল Dell Latitude 7400 2-in-1।
এই ল্যাপটপের ওজন 1.36 কিলোগ্রাম। তবে বিভিন্ন কনফিগারেশানের জন্য আলাদা ওজন হবে। ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। Dell জানিয়েছে Latitude 7400 ল্যাপটপের প্রসেসার ঠান্ডা রাখার জন্য বিশেষ কৌশল ব্যবহার হয়েছে।
Dell Latitude 7400 2-in-1 ল্যাপটপের ExpressSign-in ফিচারে খুব সহজেও ল্যাপটপ অন করে ব্যবহার করা যাবে। প্রথমে ল্যাপটপের প্রক্সিমিটি সেন্সারের মাধ্যমে নিজে থেকে আপনার হাতের চাপ বুঝপে এই ল্যাপটপ। এর পরে ক্যামেরার উপরে থাকা ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লগ ইন হবে। ল্যাপটপ থেকে দূরে সরে গেলে Dell Latitude 7400 2-in-1 তা নিজে থেকেই বুঝে ল্যাপটপ লক করে দেবে।
ল্যাপটপের ভিতরে রয়েছে Intel অষ্টম জেনারেশানের প্রসেসার। থাকছে 16GB LPDDR3 RAM, 1TB M.2 PCIe NVMe SSD আর Intel UHD Graphics 620 GPU। Dell Latitude 7400 2-in-1 এ থাকছে একটি 14 ইঞ্চি FHD টাচ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5।
ল্যাপটপের পাশে দুটি USB Type-A 3.1 পোর্ট থাকবে। আর থাকবে দুটি Thunderbolt 3 পোর্ট (Tyape-C), একটু ফুল সাইজ HDMI, সিম কার্ড স্লট microSD কার্ড রিডার । কানেক্টিভিটির জন্য থাকছে ডুয়াল ব্যান্ড WIFI, Bluetooth 5.0, LTE।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
This Strange New Crystal Could Power the Next Leap in Quantum Computing
The Most Exciting Exoplanet Discoveries of 2025: Know the Strange Worlds Scientists Have Found
Chainsaw Man Hindi OTT Release: When and Where to Watch Popular Anime for Free