এবার কম্পিউটারের জন্য নতুন চিপসেট আনল Qualcomm

এবার কম্পিউটারের জন্য নতুন চিপসেট আনল Qualcomm
হাইলাইট
  • আগের থেকে 35% ফাস্ট কোম্পানির নতুন এই চিপসেট
  • Snapdragon 835 চিপসেটের পরে বাজারে এল Snapdragon 850
  • এই চিপসেটে ব্যাটারি লাইফ 20% বেড়ে যাবে
বিজ্ঞাপন

Qualcomm লঞ্চ করল Snapdragon 850 মোবাইল কম্পিউটার প্ল্যাটফর্ম। মঙ্গলবার Computex 2018 এ এই চিপসেট বিশ্বের সামনে এনেছে এই কোম্পানিটি। যে কম্পিউটার সবসময় অন ও কানেক্টেড থাকবে সেই ডিভাইসের জন্য লঞ্চ হয়েছে নতুন এই চিপসেট। আগে ‘অলওয়াজ অন, অলওয়েজ কানেক্টেড’ উইন্ডোজ পিসি বিভাগে 10nm প্রথম জেনারেশানের Snapdragon 835 চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এবার সেই বিভাগেই 10nm দ্বিতীয় জেনারেশানের এই Snapdragon 850 চিপসেটটি লঞ্চ করল কোম্পানি। Qualcomm জানিয়েছে ইতিমধ্যেই Samsung এর সাথে হাত মিলিয়ে এই বিভাগে একাধিক প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে তারা। খুব শিঘ্রই এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Snapdragon 835 চিপসেটের থেকে 35% ফাস্ট কোম্পানির নতুন এই Snapdragon 850 চিপসেট। নতুন এই চিপসেটে Kryo 385 CPU ব্যাবহার করা হয়েছে। এই CPU এর ক্লক স্পিড 2.95 GHz। Snapdragon 835 চিপসেটে Kryo 280 CPU ব্যাবহার করা হয়েছিল। এছাড়াও Snapdragon 850  গ্রাফিক্স বিভাগে উন্নতি ঘটেছে। পুরোনো Adreno 540 GPU এর বদলে এই চিপসেটে ব্যাবহার হয়েছে লেটেস্ট Adreno 630 GPU। যা অনেক বেশি শক্তিশালী বলে জানিয়েছে  Qualcomm। এছাটাও LTE তে 20% বেশি স্পিড পাওয়া যাবে নতুন এই চিপসেটে আর 20% বেড়ে যাবে ব্যাটারি লাইফ। এছাড়াও এই চিপসেটে 3 গুন বেশি AI পারফর্মেন্স পাওয়া যাবে। এই চিপেসেটে একটি AI ইঞ্জিন বোর্ড ব্যাবহার করেছে Qualcomm।

এছাড়াও কোম্পানি জানিয়েছে নতুন Snapdragon 850 অডিও বিভাগেও অনেক উন্নতি এসেছে। Qualcomm Aqstic ও aptX অডিও ফিচার থাকবে এই চিপসেটে। এর মাধ্যমেই এই চিপসেট থেকে ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড পাওয়া যাবে। USB Type-C ও 3.5 মিমি হেডফোন জ্যাক সাপোর্ট থাকবে এই চিপসেটে। কোম্পানি জানিয়েছে আরও ভালো 4K ভিডিও ক্যাপচার করা যাবে নতুন Snapdragon 850 এ।

এছাড়াও Qualcomm জানিয়েছে Snapdragon 850 এ থাকবে Microsoft Machine Learning SDK সাপোর্ট। এর মাধ্যমেই এই চিপসেটে একাধিক AI ফিচার যোগ করা সম্ভব হবে। এছাড়াও Windows 10 এপ্রিল 2018 আপডেটে এই চিপসেটের মাধ্যমে 64bit ভার্সানে Microsoft Edge ব্রাউজার চালানো যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Qualcomm, Qualcomm Snapdragon 850, Microsoft, Windows
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. খুব শীঘ্রই “Macro” সিনামেটিকে OTT প্ল্যাটফর্মে রিলিজ করা হবে
  2. গেমিং পারফরমেন্সের উপর অসাধারণ কার্যক্ষমতা নিয়ে আসতে পারে iQOO Neo 10R
  3. স্যামসাং কোম্পানী কিছু নতুন হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে, ফাঁস হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ তথ্য
  4. TRAI দ্বারা অনুমোদিত নির্দেশানুসারে এয়ারটেলের রিচার্জ প্ল্যানের পরিবর্তন করা হয়েছে
  5. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে অসাধারণ পাতলা প্রোফাইলের সাথে Samsung Galaxy S25 Edge
  6. টিজ করা হয়েছে Nothing কোম্পানির নতুন একটি হ্যান্ডসেটের ডিজাইন স্কেচ
  7. স্যামসাং কোম্পানী লঞ্চ করলো Galaxy S25-সিরিজের একটি নতুন হ্যান্ডসেট Samsung Galaxy S25 Ultra
  8. স্যামসাং-এর গ্যালাক্সি অ্যানপ্যাকড ইভেন্টে উন্মোচিত করা হয়েছে কোম্পানির বেশ কয়েকটি নতুন ডিভাইস
  9. খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সম্বন্ধিত একটি নতুন ফিচার রোল আউট করা হবে
  10. ফাঁস হয়ে গেছে আসন্ন Redmi K90 Pro হ্যান্ডসেট সম্বন্ধিত কিছু বিবরণ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »