নতুন USB Type-C চার্জার নিয়ে এল Xiaomi। সম্প্রতি চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। যে সব প্রোডাক্টে USB Type-C চার্জিং সাপোর্ট রয়েছে সেই সব কিছুই নতুন এই 65W চার্জার ব্যবহার করে চার্জ করা যাবে। নতুন এই চার্জার ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট চার্জ করা যাবে। কোম্পানির দাবি এই প্রোডাক্ট ব্যবহার করে মাত্র 1 ঘণ্টা 50 মিনিটে MacBook Pro সম্পূর্ণ চার্জ করা যাবে। Xiaomi -র চার্জার ব্যবহার করে Apple চার্জারের থেকে 50 শতাংশ কম সময়ে চার্জ হবে iPhone 11।
চিনে নতুন Xiaomi 65W Type-C চার্জারের দাম 129 ইউয়ান (প্রায় 1,300 টাকা)। ইতিমধ্যেই চিনে কোম্পানির ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট বিক্রি শুরু করেছে Xiaomi। এই চার্জার থেকে একটি USB Type-c আউটপুট থাকছে।
আরও সস্তা Samsung Galaxy A50s; দেখে নিন নতুন দাম
নতুন ফাস্ট চার্জার ব্যবহার করে 1 ঘণ্টা 50 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে 13 ইঞ্চি MacBook Pro। 15 ইঞ্চি Mi Notebook Pro ল্যাপটপ সম্পূর্ণ চার্জ হতে 2 ঘণ্টা 25 মিনিট সময় লাগবে। Redmi K20 Pro চার্জ হবে 1 ঘণ্টা 40 মিনিটে। iPhone 11 চার্জ হতে 1 ঘণ্টা 50 মিনিট সময় লাগবে। এছাড়াও iPad Pro চার্জ হবে 2 ঘণ্টা 28 মিনিটে। এছাড়াও Xiaomi -র নতুন চার্জার ব্যবহার করে HP, Lenovo, Apple, Dell, Samsung, Razer ও Asus -এর বিভিন্ন ল্যাপটপ চার্জ করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন