Realme Neo 7-হ্যান্ডসেটটি সম্ভবত 7000mAh-এর ব্যাটারীর সাথে আসতে পারে
Photo Credit: Xiaomi
প্রায় সব Xiaomi এবং Redmi স্মার্টফোনেই 5,000mAh ব্যাটারি রয়েছে
Redmi K80 সিরিজটি চলতি সপ্তাহের শেষে লঞ্চ হতে চলেছে, এটিতে 120W-এর তারযুক্ত এবং 50W-এর তারবিহীন চার্জিং সমর্থিত একটি 6,000mAh ব্যাটারী আছে।অন্যদিকে সম্প্রতি একজন চাইনিজ টিপস্টার কিছু তথ্য ফাঁস করে বলেছে, শাওমি কোম্পানি সম্ভবত বেশি ক্যাপাসিটি যুক্ত ব্যাটারীর,একটি ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি একটি স্মার্টফোন আনতে চলেছে, যেটির মধ্যে 90W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 7000mAh ব্যাটারী যুক্ত করা হতে পারে।
Weibo-র মাধ্যমে টিপস্টার ডিজিট্যাল স্টেশন দাবি করেছে যে, শাওমি কোম্পানি একটি স্মার্টফোন তৈরি করছে যার মধ্যে একটি 7000mAh ব্যাটারী থাকবে। ফোনটি একটি অপ্রচারিত SM8735-নামক চিপসেটের মাধ্যমে চলবে বলে টিপ করা হয়েছে, যতদূর সম্ভব মনে করা হচ্ছে, এই চিপসেটটি Snapdragon 8s Gen 3-এর উত্তরসূরী। সম্ভবত এই চিপসেটটির নাম, Snapdragon 8s Gen 4 বা Snapdragon 8s Elite চিপসেট হবে।
বলা হয়েছে, শাওমি কোম্পানির আলোচিত এই ফোনটি 90W-এর তারযুক্ত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে এবং এটির মধ্যম রেঞ্জের ডিভাইস হিসেবে উন্মোচিত হবে।
যাইহোক 7000mAh-এর ব্যাটারী চালিত এটি প্রথম হ্যান্ডসেট হবে না, এর আগেও Samsung, Tecno, Itel এবং Oukitel ফোনগুলিতেও এইরকম বড় ক্যাপাসিটির ব্যাটারী ছিল। তবে বেশিরভাগ মূলধারার অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় এটি আরো উন্নত মানের হবে। বিভিন্ন চাইনিজ ব্র্যান্ড যেমন- OnePlus, Realme এবং Honor-এর ফোনগুলিতেও সিলিকন ভিত্তিক ব্যাটারী ব্যবহার করা হয়েছে,যেগুলি উচ্চ শক্তির ঘনত্ব প্রদান করে।
যাইহোক শাওমি কোম্পানি এখনও পর্যন্ত 7000mAh-এর ব্যাটারী সম্পন্ন ফোনটি লঞ্চের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। তাই বর্তমানে এইসমস্ত তথ্যগুলি বিশ্বাস না করে, ভালো করে দেখা উচিত।
সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 13 হ্যান্ডসেটটিতে একটি 6000mAh-এর ব্যাটারী আছে, অন্যদিকে iQOO 13-এর চিনা বিকল্পটি 6,150mAh-ব্যাটারী দ্বারা চালিত। আসন্ন Realme Neo 7-হ্যান্ডসেটটি সম্ভবত 7000mAh-ব্যাটারীর সাথে আসবে। এছাড়াও Realme GT 7 Pro-এর চিনা বিকল্পটিতে একটি 6,500mAh-এর ব্যাটারী আছে।
প্রায় সমস্ত শাওমি এবং রেডমি কোম্পানির স্মার্টফোনগুলিতেই 5000mAh-এর ব্যাটারী আছে। আসন্ন Redmi K80 সিরিজটিতে নিশ্চিতভাবে একটি 6000mAh-এর ব্যাটারী থাকবে, যেটি 120W-তারযুক্ত এবং 50W-তারবিহীন চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Win Series Camera Specifications Tipped Days Ahead of China Launch
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use