Photo Credit: Redmi
Redmi Note 14 5G-তে 6.67-ইঞ্চি 120Hz ডিসপ্লে রয়েছে
শাওমি কোম্পানি ঘোষণা করেছে যে, তারা তাদের হোলি সেলে বিস্তৃত পরিসরে স্মার্টফোনের উপর ছাড় দিতে চলেছে। অফারের অংশ হিসেবে কোম্পানি Redmi Note 14 5G হ্যান্ডসেটটিতে ছাড় দেবে বলে জানিয়েছে, যেটি তার তালিকাভুক্ত দামের তুলনায় কম দামে পাওয়া যাবে। অন্যান্য স্মার্টফোন যেমন Redmi Note 13 সিরিজ এবং Redmi 13C 4G গুলিও ছাড়ের সাথে পাওয়া যাবে। গ্রাহকরা এরপরও দাম কমানোর জন্য কুপন এবং ব্যাঙ্ক অফারের মাধ্যমে ছাড়ের সুবিধা নিতে পারবে।
ভারতে Redmi Note 14 5G-এর 6 জিবি+128 জিবির বেস মডেলটি লঞ্চ হয়েছিল 18,999 টাকায়। যাইহোক কোম্পানি ঘোষণা করেছে যে, তারা ফোনটিতে 1000 টাকার ছাড় দিচ্ছে, যা ব্র্যান্ডের ওয়েবসাইটে 17,999 টাকায় বিক্রি করা হচ্ছে। এই একই ছাড় অন্যান্য হ্যান্ডসেটের বিকল্পগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।
অন্যদিকে Redmi Note 13 সিরিজের দামও কমানো হয়েছে। 31,999 টাকায় লঞ্চ হওয়া Redmi Note 13 Pro+ 5G ফোনটির দাম বর্তমানে 28,999 টাকা। আবার Redmi Note 13 5G এবং Redmi Note 13 Pro 5G হ্যান্ডসেটগুলি লঞ্চ হয়েছিল 17,999 টাকায় এবং 25,999 টাকায়, যেগুলি এখন 16,499 টাকা এবং 22,999 টাকায় বিক্রি করা হচ্ছে।
এছাড়াও শাওমি Redmi 13C 4G-এর উপর সীমিত সময়ের জন্য হোলি অফার ঘোষণা করেছে। ফোনটির 4 জিবি+128 জিবি বিকল্পটির দাম সাধারণত 7,999 টাকা, যেটি এই সেলে 7,499 টাকায় পাওয়া যাবে।
আবার এই অফারের মধ্যেই চীনের এই OEM, ফোনের সাথে বিভিন্ন আনুষাঙ্গিক জিনিসপত্রও যোগ করেছে। গ্রাহকরা একসাথে Redmi Note 13 Pro এবং Redmi Buds 5 26,798 টাকায় কিনতে পারবে। অন্যদিকে Redmi Note 13 5G-এর 12 জিবি+256 জিবি এবং Redmi Buds 5-এর কম্বো অফারের দাম 23,798 টাকা।
এইসবের পাশাপাশি গ্রাহকরা শাওমির স্মার্টফোনগুলি কেনার উপর অতিরিক্ত দাম কমাতে চাইলে ব্যাঙ্কের ছাড়ের সুবিধাও নিতে পারবে। শাওমি ICICI ব্যাংকের ডেবিট ক্রেডিট এবং EMI এর লেনদেনের উপর 5000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন