একটি বাজার সাপেক্ষ গবেষণা সংস্থা জানিয়েছে যে, চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে স্মার্টফোন বিক্রির তালিকায়,বিশ্বের সবচেয়ে বেশি সেরামানের বিক্রি হওয়া ফোন হিসেবে অ্যাপেল-কোম্পানী সবার উপর নিজের জায়গা করে নিয়েছে। iPhone 15 সিরিজের বেশ কিছু মডেল এই তালিকায় দেখা যায়। অন্যদিকে এই তালিকায় Samsung কোম্পানী সর্বাধিক জায়গা পেয়েছে