গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল বাজেট স্মার্টফোন 10.or D2। সোমবার প্রথমবারের জন্য এই ফোন বিক্রি শুরু হবে। আপাতত শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। Amazon এর নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড 10.or। 6,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হবে। সোমবার দুপুর 12 টার পর থেকে শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা Amazon ওয়েবসাইট বা অ্যাপ থেকে 10.or D2 কিনতে পারবেন। মঙ্গলবার থেকে সব গ্রাহকের জন্য 10.or D2 বিক্রি শুরু করবে Amazon।
ভারতে 2GB RA আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের 10.or D2 ফোনের দাম 6,999 টাকা 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999 টাকা। আপাতত কাও ও সোনালি রঙে পাওয়া যাবে 10.or D2।
লঞ্চ অফারে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। ইন্ডাসল্যান্ড ব্যাঙ্কের গ্রাহকরা 1000 টাকা ছাড় পাবেন। Jio গ্রাহকরা কোম্পানির তরফ থেকে 2,200 টাকা ক্যাশব্যাক অফার পাবেন। এর সাথেই Kindle ebook এ 200 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। Amazon Prime গ্রাহকরা 10.or D2 ফোন কিনলে এক বছ অতিরিক্ত ওয়্যারিন্টি পেয়ে যাবেন।
10.or D2 ফোনে স্টক Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। 10.or D2 তে রয়েছে একটি 5.45 ইঞ্চি 18:9 ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 425 চিপসেট, 2GB/3GB RAM আর 16GB/32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য 10.or D2 ফোনে একটি 13MP Sony IMX258 সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে একটি 5MP ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ফেস ডিটেকশান ও বিউটিফিকেশানের মতো ফিচার ব্যবহার করেছে 10.or।
কানেক্টিভিটির জন্য 10.or D2 তে থাকছে 4G VoLTE, VoWi-Fi, ViLTE, Wi-Fi 802.11 b/g/n, GPS/AGPS, GLONASS আর Bluetooth 4.2। এর সাথেই 10.or D2-এর ভিতরে একটি 3200 mAh ব্যাটারি থাকবে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারিতে 20 দিন স্ট্যান্ড বাই ব্যাক আপ পাওয়া যাবে। 10.or D2 এর ওজন 144 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন