Photo Credit: Amazon
অসাধারণ অফার এবং বিভিন্ন পণ্যের উপর বিস্তৃত পরিসরে ছাড় নিয়ে উপস্থিত হয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল।আসন্ন উৎসবের মরসুমের আগে এটি প্রিন্টার কেনার জন্য একদম সঠিক সময় এবং অ্যামাজন হলো সেরা প্রিন্টার ডিলের জন্য সঠিক স্থান।সম্প্রতি ই-কমার্স কোম্পানিটি বিস্তৃত পরিসর জুড়ে নামিদামি কোম্পানীর প্রিন্টারের উপর 50শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে যেমন- HP,Canon,Brother,Epson এবং আরো অনেক।তাই যদি বাড়ী এবং অফিসের জন্য প্রিন্টার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে নিচে অ্যামাজনের সেলে উল্লেখিত অফারগুলি দেখুন।সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক।
প্রথমে এটিতে ব্যাংকের ছাড় এবং অফার সমন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক।ক্রেতারা SBIএর ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে 29,750টাকা পর্যন্ত 10শতাংশ তাৎক্ষণিক ছাড়ের সুবিধা পাবেন। ব্যাবহারকারীরা জনপ্রিয় ব্যাংকের কার্ড যেমন- SBI, HDFC Bank, ICICI Bank, Bajaj Finserv এবং আরো অনেক কার্ডের মাধ্যমে No Cost EMI-এর সুবিধা পাবেন।এছাড়াও আপনি অ্যামাজন পে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।এখানেই শেষ নয়,আপনি নতুন প্রিন্টার কেনার জন্য 10,000 টাকার পুরস্কারও পেতে পারেন।চলুন এবার বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন প্রিন্টারগুলির সেরা ডিল।
Canon PIXMA MegaTank G3770এর দাম 20,270 টাকা,সেলমূল্য 12,999টাকা।
HP Laser MFP 1188Fnw-এর দাম 26,582টাকা, সেলের দাম 19,999টাকা।
Epson EcoTank L3250 A4 Ink Tank Printer-এর দাম 17,999টাকা,সেলের দাম 13,999টাকা।
Brother DCP-T820DW Printer-এর দাম 23,850 টাকা,কার্যকরী সেলমূল্য 19,499টাকা।
Canon PIXMA MegaTank G3000 All-in-One WiFi Ink Tank Colour Printer-এর দাম 18,295 টাকা,সেলেরদাম 11,799টাকা
HP Smart Tank 589 All-in-one WiFi Colour Printer-এর দাম 17,828টাকা,সেলে11,999 টাকায় উপলব্ধ।
Epson Ecotank L130এর dam10,999টাকা,সেলের দাম 8,299টাকা
Brother DCP-L2541DW Auto Duplex Laser Printer-এর দাম 29,490টাকা,সেলের দাম 20,499 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন