Android Q এর অফিশিয়াল নাম Android 10। এতদিন সব অ্যানড্রয়েড ভার্সানের নাম কোন না কোন মিষ্টির নামে হতো। এই প্রথম সেই পথ থেকে সরে সরাসরি সংখ্যা ব্যবহার করে দশম অ্যানড্রয়েড ভার্সানের নামকরন হল।
Photo Credit: Google
নতুন ভার্সানের নাম Android 10
Android Q এর অফিশিয়াল নাম Android 10। এতদিন সব অ্যানড্রয়েড ভার্সানের নাম কোন না কোন মিষ্টির নামে হতো। এই প্রথম সেই পথ থেকে সরে সরাসরি সংখ্যা ব্যবহার করে দশম অ্যানড্রয়েড ভার্সানের নামকরন হল।
নামকরনে বদলের সাথে সাথে সাথেই অ্যানড্রয়েড লোগোতেও বদল করেছে Google। সবুজ থেকে রঙ বদলে হয়েছে কালো। সামান্য এই বদলের ফলে এবার সহজে এই নাম পড়া যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই বিভিন্ন ফোনে Android 10 আপডেট পৌঁছাতে শুরু করবে। অবশ্যই শুরুতে Google Pixel সিরিজ ফোনগুলিতে এই আপডেট পৌঁছাবে।
বিশ্বব্যাপী সবথেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম Android। এই অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সানে এমন কিছু মিষ্টির নামে রাখা হয়েছিল, বিশ্বের বেশিরভাগ প্রান্তের মানুষ যে নাম শোনেন নি। এর ফলে সেই নামের স্বার্থকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এবার মিষ্টির নামে Android ভার্সানের নাম রাখা থেকে সরে দশম ভার্সানের নাম হল Android 10। এর ফলে বিভিন্ন Android ভার্সান সম্পর্কে গ্রাহকের মনে যে সংশয় রয়েছে তা দূর হবে। দশম বর্ষে Android 10 এর পরে আগামী বছরে Android 11 লঞ্চ হবে। এই ভাবে সংখ্যায় নামকরন করে গ্রাহকের মনের সংশয় দূর করতে চাইছে Google।
এক দশক আগে Android 1.5 Cupcake এর হাত হরে মোবাইল অপারেটিং জগতে Android প্রবেশ করেছিল। এর পরে ধীরে ধীরে বিভিন্ন ভার্সান সামনে এসেছিল। এক নজরে গত এক দশকে সব Android ভার্সানগুলি দেখে নিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New FIFA Game to Launch on Netflix Games in Time for FIFA World Cup Next Year
Honor Magic V6 Tipped to Launch With 7,200mAh Dual-Cell Battery, Snapdragon 8 Elite Gen 5 SoC