Apple-এর প্রথম Foldable iPhone মডেল 2026 সালের সেপ্টেম্বরে iPhone 18 সিরিজের সাথে লঞ্চ হবে।
Foldable iPhone ভাঁজ খোলার সময় 4.2 মিমি পুরু হতে পারে
Apple-এর ফোল্ডেবল স্মার্টফোন বা iPhone Fold লঞ্চ হতে পারে আগামী বছরেই। মার্কিন টেক জায়ান্টটি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, একটি নতুন রিপোর্ট 2026 সালের সেপ্টেম্বরে লঞ্চের সম্ভাবনা কথা জানিয়েছে। বিশ্বসেরা প্রযুক্তি, উৎকৃষ্ট সফটওয়্যার, দক্ষ কর্মী, সর্বোচ্চ মানের নিরাপত্তা, ও আভিজাত্যের জন্য পরিচিত অ্যাপল। কিন্তু পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং লাভজনক স্মার্টফোন ব্র্যান্ড হওয়া সত্ত্বেও ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনের জগতে প্রবেশ ঘটেনি তাদের। যেখানে Samsung, Vivo, Oppo, Huawei-এর মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি একের পর এক ভাঁজযোগ্য প্রযুক্তির মোবাইল এনে বাজার কাঁপাচ্ছে। খবর সঠিক হলে, অ্যাপল ভক্তদের আর এক বছরের অপেক্ষা।
একটি রিপোর্ট অ্যাপলের ফোল্ডেবল আইফোন বা আইফোন ফোল্ড (চূড়ান্ত নাম ঠিক হয়নি)-এর লঞ্চ টাইমলাইন, দাম, এবং ফিচার্স প্রকাশ করেছে। মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপিমর্গান-এর বিশ্লেষক সমিক চ্যাটার্জির ইনভেস্টর নোট (আইনি নথি) CNBC-এর হাতে এসেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, iPhone 17 লাইনআপে সামান্য আপগ্রেডের সম্ভাবনা আঁচ করে বিনিয়োগকারীদের মনোযোগ কোম্পানির 2026 সালের স্মার্টফোনের দিকে সরে যাচ্ছে।
ওই বিশ্লেষক জানিয়েছেন, আইফোন 18 সিরিজের অংশ হিসেবে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন 2026 সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, স্মার্টফোন ইন্ডাস্ট্রির সাপ্লাই চেইন বা সরবরাহকারী শৃঙ্খলের বিভিন্ন সূত্র সহ একাধিক প্রতিবেদন সেপ্টেম্বর, 2026 সময়টাকেই প্রথম ফোল্ডেবল আইফোনের লঞ্চের ইঙ্গিত দিয়েছিল।
অ্যাপলের ফোল্ডেবল আইফোন বা আইফোন ফোল্ড বুক স্টাইলের ফোল্ডিং ডিজাইন অনুসরণ করবে। এর অর্থ হল, ফোনটি একটি বইয়ের মতো দেখতে। এতে ডুয়াল স্ক্রিন থাকবে যা একটি কব্জা দিয়ে যুক্ত। Samsung Galaxy Z Fold সিরিজ সহ বর্তমানে বিক্রিত সিংহভাগ ফোল্ডবল এমন নকশার ভিত্তিতেই তৈরি। ফোল্ডেবল আইফোনের ভিতরে 7.8 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে দাবি করা হয়েছে। এই প্যানেলটি ভাঁজ করা যায়। আর বাইরের দিকে 5.5 ইঞ্চির একটি কভার ডিসপ্লে মিলবে, যেটিকে আপনারা সাধারণ ফোন হিসেবে ব্যবহার করতে পারেন।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের দাম 1,999 ডলার (প্রায় 1,74,000 টাকা) হবে বলে ধারণা করছেন চ্যাটার্জি। এটি কোম্পানির জন্য 65 বিলিয়ন ডলার আয়ের সুযোগ তৈরি করবে বলেও মনে করছেন তিনি। 2029 আর্থিক বর্ষের মধ্যে ফোনটির বিক্রি 40 মিলিয়ন (4 কোটি) ইউনিটের মাঝামাঝি পর্যায়ে পৌঁছাতে পারে। হ্যান্ডসেটটি ভাঁজ করা অবস্থায় 9.2 মিমি পুরু ও খোলা অবস্থায় 4.6 মিমি হবে। পূর্বে ফাঁস হওয়া একটি রিপোর্টে বলা হয়েছিল, এতে অ্যালুমিনিয়াম অ্যালয় মিডল ফ্রেম ও ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন