Apple এর কার্ভড-গ্লাস স্মার্টফোনকে বলা হবে iPhone 20
Photo Credit: Apple
Apple আগামী তিন বছর ধরে iPhone সিরিজকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা করছে। সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসে iPhone 17 Air মডেলটির হাত ধরে শুরু হবে নকশা পরিবর্তনের প্রক্রিয়া। কোনও ডিজাইন একবার সফল এবং পরিচিত হয়ে উঠলে তাতে বদল করার কথা ভাবে না মার্কিন সংস্থাটি। আইফোনের প্রাণপুরুষ স্টিভ জোবসও একই ধারণায় বিশ্বাসী ছিলেন। ঠিক সেই কারণেই বছরের পর বছর অপরিবর্তিত থেকেছে অ্যাপলের প্রতিটি পণ্য — তা সে আইফোনের ডিজাইন থেকে শুরু করে ম্যাকবুক হোক অথবা আইপ্যাড। এই কৌশলে সংস্থার ব্র্যান্ড আইডেন্টিটি শক্ত হয়েছে। চোখের পলক পড়ার আগেই বলে দেওয়া যায় এটা অ্যাপল।
তাই ছোটখাট পরিবর্তন ছাড়া নকশায় বিশাল কিছু বদল আনা হয়নি। কিন্তু আগামী তিন বছর ধরে নতুন সাজে আইফোন লঞ্চ করবে অ্যাপল। সামনের বছর অর্থাৎ 2026 সালে অপেক্ষার অবসান ঘটিয়ে আসবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। 2027 সালে আইফোনের কুড়িতম জন্মদিন উপলক্ষ্যে iPhone 20 লঞ্চের মাধ্যমে নকশা পরিবর্তনের সেই বৃত্ত সম্পূর্ণ হবে। এখন অ্যাপলের আগামী তিন বছরের ব্যবসায়িক রূপরেখার সেই খবর প্রকাশ্যে এসেছে।
ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান তার পাওয়ার অন নিউজলেটারের লেটেস্ট এডিশনে দাবি করেছেন যে, আইফোন বিগত কয়েক বছর ধরে দৃশ্যত একইরকম থেকে গিয়েছে। তাই অ্যাপল নতুন নকশার উপর গুরুত্ব আরোপ করেছে। ডিজাইনে আমূল পরিবর্তনের প্রক্রিয়া এই বছর শুরু হয়ে 2027 সালে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। উক্ত সময়ের মধ্যে নতুন আইফোন মডেল আনার পাশাপাশি আইফোনের চেহারায় নতুন রূপ দেওয়া হবে। সংক্ষেপে বললে, তিন বছর তিন নতুন ডিজাইনের আইফোন হাতে পাবে গ্রাহকরা।
অ্যাপলের নকশা পরিবর্তন উদ্যোগের প্রথম ফলাফল iPhone 17 Air। মডেলটির হাত ধরে সংস্থার চেনা ও পরিচিত ক্যামেরা বারের ডিজাইন বদলে যাচ্ছে। এটি আদতে আইফোনের পাতলা ও হালকা সংস্করণ। যে কৌশল স্যামসাং তাদের Galaxy S25 Edge এর ক্ষেত্রে নিয়েছে। তবে ফোন স্লিম রাখতে গিয়ে ব্যাটারির ক্ষমতা বলিদান করতে হচ্ছে। এতে ফিজিক্যাল সিম কার্ডের স্লট থাকবে না।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের নাম এখনও চূড়ান্ত করা যায়নি। তবে এটি 2026 সাল নাগাদ বাজারে আসতে পারে। একে V68 কোডনামে ডাকা হচ্ছে। এটি বুক স্টাইলের ফোল্ডিং ডিজাইন অনুসরণ করবে। অর্থাৎ এতে ডুয়াল স্ক্রিন থাকবে যা একটি কব্জা দিয়ে যুক্ত। অনেকটা বইয়ের মতো দেখতে হবে। Samsung Galaxy Z Fold সিরিজ থেকে শুরু করে বর্তমানে সিংহভাগ ফোল্ডবল এমন নকশার ভিত্তিতেই তৈরি। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা থাকবে। আর কভার ডিসপ্লে ও প্রাইমারি স্ক্রিনে একটি করে মোট দু'টি ক্যামেরা মিলবে।
iOS 26 সফটওয়্যারে যে লিকুইড গ্লাস ডিজাইন চালু হয়েছে, তার সঙ্গে মানানসই করতে সম্পূর্ণ কাঁচের ডিজাইন পাবে 2027 সালের আইফোন। যেমনটা আমরা কার্ভড ডিসপ্লের অ্যান্ড্রয়েডে দেখি। কুড়িতম বার্ষিকী উদযাপন করতে আইফোনের বিংশতম সংস্করণের নাম iPhone 20 হতে পারে। প্রসঙ্গত, 2017 সালে আইফোন দশ বছরে পা দিয়েছিল। সে বছর iPhone 10 এর বদলে এসেছিল iPhone X। ফলে 2027 সালেও অ্যাপলের স্মার্টফোন iPhone 20 নামে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.