ফোন বিক্রির তিন বছরের মধ্যে এই ফোনগুলিকে বিনামূল্যে সারিয়ে দেওয়া হবে। তবে কোন ফোনের ডিসপ্লে ভাঙ্গা থাকলে তা সারিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে Apple।
বিনামূল্যে iPhone 8 সারিয়ে দেওয়ার কথা ঘোষনা করল Apple। 2017 সালের সেপ্টেম্বর মাস থেকে 2018 সালের মার্চ মাস পর্যন্ত তৈরী iPhone 8 সারিয়ে দেওয়া হবে। এই ফোনগুলি তৈরীর সময় সমস্যা হওয়ার কারনে ফোন রিস্টার্ট ও ডিসপ্লে ফ্রিজ করে যাচ্ছে। অনেক সময় ফোন অন করার চেষ্টা করেও এই iPhone 8 গুলি অন করা যাচ্ছে না।
“সামান্য পরিমানে কয়েকটি iPhone 8 এর লগিক বোর্ডে সমস্যা খুঁজে পেয়েছে Apple। অস্ট্রেলিয়া, চিন, হংকং, জাপান, মাকাও, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে এই iPhone 8 গুলি বিক্রি করা হয়েছে। এই সব iPhone 8 গুলিকে বিনামূল্যে সারিয়ে দেবে Apple।” কোম্পানির ওয়াবসাইটে এক পোস্টে জানিয়েছে Apple।
ফোন বিক্রির তিন বছরের মধ্যে এই ফোনগুলিকে বিনামূল্যে সারিয়ে দেওয়া হবে। তবে কোন ফোনের ডিসপ্লে ভাঙ্গা থাকলে তা সারিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে Apple। একই সাথে iCloud ও iTunes আপডেট করে নেওয়ার কথা জানিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Call of Duty: Black Ops 7 PC Specifications, Preloading Times Revealed; Activision Confirms Handheld Support