বুধবার কোম্পানির শেয়ার সংখ্যায় আপডেট নিয়ে এসেছে Apple। এখন একটি Apple শেয়ারের দাম 207.04 মার্কিন ডলার (প্রায় 14,142 টাকা)। এর ফলে কোম্পানির মোট মূল্যের পরিমাণ হল 1 ট্রিলিয়ান মার্কিন ডলার। এই প্রথম কোন সর্বজনীন তালিকাভুক্ত মার্কিন কোম্পানি এই ম্যাজিক সংখ্যা ছুঁতে পারল।
SEC তে কোম্পানি জানিয়েছে 20 জুলাই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ছিল 4,829,926,000। সম্প্রতি 5.89 শতাংশ বৃদ্ধি পেয়ে বুধবার একটি Apple শেয়ারের দাম ছিল 201.50 মার্কিন ডলার (প্রায় 13,770 টাকা)। এর ফলে কোম্পানির মোট মূল্যের পরিমান হয় 973 বিলিয়ান মার্কিন ডলার।
গত বছরে মার্কিন কর্পোরেট ট্যাক্সে বিরাট ছাড় দেওয়ার জন্য বিদেশের অনেক টাকা কোম্পানির খাতে যোগ হয়েছিল। 2018 সালের প্রথম ছয় মাসে কোম্পানির 43 বিলিয়ান মার্কিন ডলার মূল্যের শেয়ার ফিরিয়ে এনেছে কোম্পানি। শেয়ারের সংখ্যা কম থাকার অর্থ 1 ট্রিলিয়ানে পৌঁছাতে প্রত্যেক শেয়ারের দাম বাড়তে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন