তাইবানের বিখ্যাত টেকনোলজি কম্পানি অসুস সোমবারে নিজেদের নতুন ফোন Asus ZenFone Max Pro M1 -এর ওপর থেকে পর্দা তুলেছে. এই ফোন সবার আগে ভারতে লঞ্চ হয়েছিল. এই ফোনের বিশেষত্ব হল এতে দুটি রেয়ার ক্যামেরা সহ 5000 এমএএইচ ব্যাটারি আছে.
Asus ZenFone Max Pro M1 -এর দাম 10,999 টাকা থেকে শুরু হবে. এই দামে 3 জিবি রয়াম এবং 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে. 4 জিবি রয়াম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 12,999 টাকা দিতে হবে. 3 মে থেকে ফ্লিপ কার্ডে এর বিক্রি শুরু হবে. মিডনাইট ব্ল্যাক এবং গ্রে রঙে এই ফোন পাওয়া যাবে.
এই ফোন লঞ্চের বিষয় নিয়ে অসুস ভোদাফোনের সাথে একটা বোঝাপড়া করেছে. যারা ভোডাফোন ব্যবহার করবে তারা 3200 টাকা পর্যন্ত লাভ করতে পারে. ভোডাফোন বিভিন্ন রকম সুবিধা প্রদান করতে চলেছে. এই ফোনের পিছনের দিকে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেলের. অপর সেন্সর 5 মেগা পিক্সেলের হবে. অসুস ফোন সুরক্ষিত রাখার জন্য ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার করে থাকে. এই স্মার্ট ফোনের ডাইমেনশন 159x76x8 .61 মিলিমিটার এবং 180 গ্রাম ওজনের.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.