2019 সালের ফেব্রুয়ারি মাসে Asus ZenFone Max Pro M1 ফোনে পৌঁছাবে Android 9.0 Pie আপডেট। মঙ্গলবার ভারতে এসেছে Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2। এর পরেই কোম্পানির আগের জেনারেশান স্মার্টফোনে Android Pie আপডেটের ঘোষণা করল তাইওয়ানের কোম্পানিটি। 2019 সালের জানুয়ারিতে Zenfone 5Z ফোনে পৌঁছাবে Pie আপডেট। প্রসঙ্গত Asus ZenFone Max Pro M1 ফোনে স্টক Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চললেও Zenfone 5Z ফোনের Android 8.0 অপারেটিং সিস্টেমের উপরে চলে কোম্পানির নিজস্ব ZenUI।
এপ্রিল মাসে Redmi Note 5 Pro কে টেক্কা দিতে লঞ্চ হয়েছিল Asus ZenFone Max Pro M1। শুরুতে 3GB ও 4GB RAM ভেরিয়েন্টে এই স্মার্টফোন লঞ্চ হলেও পরে 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। লঞ্চের পরে সফটওয়্যার আপডেটে অনেকটা ভালো হয়েছে ZenFone Max Pro M1 ফোনের ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM ভেরিয়েন্টে 16MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন