মে মাসে লঞ্চ হয়েছিল Coolpad Note 6। এবার ভারতে লঞ্চ হল Coolpad Note 8। Note 8 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 4000 mAh ব্যাটারি, ফেস আনলক আর একটি 5.99 ইঞ্চি ব্যাটারি। 64GB স্টোরেজের Coolpad Note 8 ফোনে চলবে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম।
ভারতে 4GB RAM Coolpad Note 8 ফোনের দাম 9,999 টাকা। আপাতত Paytm Mall থেকে এই ফোন কেনা যাবে। ব্ল্যাক পিয়ানো ফিনিশে পাওয়া যাবে Coolpad Note 8।
ডুয়াল সিম Coolpad Note 8 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। Note 8ফোনে রয়েছে 5.99 ইঞ্চি Full-HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে রয়েছে 1.5GHz MediaTek MTK6750T কোয়াড কোর প্রসেসার। সাথে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব।
Coolpad Note 8 ফোনে থাকছে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার থাকবে। এছাড়াও সেলফি তোলার জন্য থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Coolpad Note 8ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 আর 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও ফোনের ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন