Flipkart Big Billion Days সেল সেপ্টেম্বর 23 থেকে শুরু হবে।
Samsung Galaxy S24 Ultra-এর দাম সেলে 59,990 টাকায় নেমে আসতে পারে
Flipkart তাদের বিগ বিলিয়ন ডেজ সেলে প্রতি বছর অবিশ্বাস্য অফারের ঝুলি নিয়ে হাজির হয়। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না৷ সেপ্টেম্বর 23 থেকে শুরু হতে চলা এই মেগা সেলে স্মার্টফোন, পিসি, ল্যাপটপ, ইয়ারফোন এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের উপর বিপুল ডিসকাউন্ট পাওয়া যাবে। সূত্র থেকে জানা গিয়েছে, গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S24 Ultra আসল দামের অর্ধেকেরও কমে ফ্লিপকার্টের ফেস্টিভ সিজন সেলে বিক্রি হতে পারে। সমস্ত অফার অর্ন্তভুক্ত করে 60,000 টাকারও কমে কেনার সুযোগ আসবে। শুনতে অবাক লাগলেও এমনই খবর প্রকাশ্যে এসেছে।
দেশিডাইমের একটি পোস্ট অনুসারে, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন, Samsung Galaxy S24 Ultra মডেলটির দাম 59,990 টাকায় নেমে আসতে পারে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির লঞ্চ প্রাইস ছিল 1,29,999 টাকা। এটি বর্তমানে 80,000 টাকা থেকে 85,000 টাকার মধ্যে অনলাইনে বিক্রি হচ্ছে। আমাদের অনুমান, সেলে যে দামের কথা বলা হয়েছে, সেটি 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের।
Samsung Galaxy S24 Ultra-এর লিক হওয়া ডিল প্রাইসে সেল উপলক্ষে স্পেশাল ছাড়, ব্যাংক অফার, ও কিছু কুপন ডিসকাউন্টও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে আশা করা হচ্ছে। ফ্লিপকার্ট আনুষ্ঠানিকভাবে স্যামসাং স্মার্টফোনের জন্য তাদের সেলের অফার প্রকাশ করলে, তবেই এই দামকে নিশ্চিতভাবে ধরে নেওয়া যাবে।
জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা গত বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। তখন বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল 1,29,999 টাকা। অর্থাৎ, সেলের দাম সত্যি হলে, অর্ধেকেরও কম দামে পকেটস্থ করার সুযোগ থাকবে। অন্য দিকে, 12 জিবি + 512 জিবি এবং 12 জিবি + 1 টিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,3,999 টাকা এবং 1,59,999 টাকা ছিল। এটি টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট এবং টাইটানিয়াম ইয়েলো রঙে উপলব্ধ।
প্রসঙ্গত, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন, গ্রাহকরা iPhone 16 Pro ও iPhone 16 Pro Max যথাক্রমে 69,999 টাকা ও 89,999 টাকায় কিনতে পারবেন। সম্ভবত আইফোনের ইতিহাসে প্রথমবার প্রো ভেরিয়েন্টগুলি এত সস্তায় বিক্রি হবে। মনে রাখবেন, এই দামের মধ্যে সমস্ত অফার ও ক্রেডিট কার্ডে অতিরিক্ত 5,000 টাকা ডিসকাউন্ট অর্ন্তভুক্ত আছে।
iPhone 16 Pro ও iPhone 16 Pro Max-এর ক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট প্রায় যথাক্রমে 50,000 টাকা এবং 55,000 টাকা। লঞ্চের সময় iPhone 16 Pro-এর দাম 1,19,900 টাকা থেকে শুরু হয়েছিল। আর iPhone 16 Pro Max-এর বেস 256 জিবি মডেলের দাম 1,44,900 টাকা রেখেছিল Apple।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More