HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Flipkart এ শুরু হচ্ছে Big Shopping Days। এই সেলে HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। এছাড়াও থাকবে নো কস্ট ইএমআই এর সুবিধা।
আগামী সপ্তাহে Flipkart -এ শুরু হচ্ছে Big Shopping Days সেল
Flipkart –এ সবে শেষ হয়েছে সামার সেল। ইতিমধ্যেই Big Shopping Days এর ঘোষণা করে দিল ই-কমার্স কোম্পানিটি। 15 থেকে 19 মে Flipkart এ এই সেল চলবে। পাঁচ দিনের এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ইলেকট্রনিক প্রোডাক্ট, ল্যাপটপ সহ সব ধরনের গ্যাজেট। এছাড়াও কিচেন ও হোম অ্যাপলায়েন্স, ফ্যাশান প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে।
HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে Flipkart এ শুরু হচ্ছে Big Shopping Days। এই সেলে HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। এছাড়াও থাকবে নো কস্ট ইএমআই এর সুবিধা। কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে আগামীকাল।
আরও পড়ুন: Flipkart Big Shopping Days Sale: কোন ফোনে কত ডিসকাউন্ট?
সম্প্রতি শেষ হওয়া সামার সেলে সস্তা হয়েছিল iPhone XR, Nokia 6.1 Plus, Nokia 5.1 Plus, Realme 2 Pro, Honor 9 Lite, Honor 10 সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। এই সেলে মাত্র 53,920 টাকায় পাওয়া গিয়েছে iPhone XR। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোন কিনলে 17,450 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া গিয়েছিল এই সেলে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters