স্মার্টফোনে স্টোরেজ কমে আসছে? এই টোটকায় মিলবে সমাধান

প্রয়োজনের সময় স্মার্টফোনে স্টোরেজের সমস্যা জীবন ওষ্ঠাগত করে তুলতে পারে (Smartphone storage problem solve)। আজকাল বেশিরভাগ স্মার্টফোনের ন্যুনতম 32GB স্টোরেজ থাকলেও এই সমস্যা থেকে রেহাই মিলছে না। শুধুমাত্র স্টোরেজ ক্লিন না করে এই সমস্যার গভীরে গিয়ে সমাধান মিলবে কীভাবে? দেখে নিন।

স্মার্টফোনে স্টোরেজ কমে আসছে? এই টোটকায় মিলবে সমাধান

স্মার্টফোনে ন্যুনতম 32GB স্টোরেজ থাকলেও এই সমস্যা থেকে রেহাই মিলছে না

বিজ্ঞাপন

ছবি তোলার জন্য পকেট থেকে স্মার্টফোন (Smartphone) হাতে নিয়ে ক্যামেরা অ্যাপ ওপেন করে শাটার বাটনে ট্যাপ করতেই ফোনের ডিসপ্লে জানিয়ে দিল 'স্টোরেজ ফুল' (Storage full)। জীবনে অন্তত একবার সবাই এই সমস্যা সম্মুখীন হয়েছেন। প্রয়োজনের সময় স্মার্টফোনে স্টোরেজের সমস্যা জীবন ওষ্ঠাগত করে তুলতে পারে। আজকাল বেশিরভাগ স্মার্টফোনে ন্যুনতম 32GB স্টোরেজ থাকলেও এই সমস্যা থেকে রেহাই মিলছে না। শুধুমাত্র স্টোরেজ ক্লিন না করে এই সমস্যার (Clean Storage) গভীরে গিয়ে সমাধান মিলবে কীভাবে? দেখে নিন . . . 

নিয়মিত ক্যাশড ডেটা ক্লিয়ার করুন

যে কোন অপারেটিং সিস্টেম চলার সময় কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। যা অপারেটিং সিস্টেমকে মসৃণভাবে চলতে সাহায্য করে। কিন্তু কিছু সময় পরে এই ফাইলগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। প্রয়োজন শেষ হলেও ফোনে এই ফাইলগুলি সেভ হয়ে থাকে। নিয়মিত অ্যানড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ফাইল ডিলিট করলে অনেকটা ফ্রি স্টোরেজ পাওয়া যাবে। অ্যানড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ডেটা ডিলিট করতে Settings -> Storage এ যান। সেখানে 'Cached Data' লেখার উপরে ট্যাপ করলে তা ডিলিট করতে চান কি না জানতে চাইবে আপনার স্মার্টফোন। এর পরে 'OK' অপশন সিলেক্ট করে ডিলিট করার নির্দেশ দিলে কয়েক সেকেন্ড পরে আপনার ফোনের ক্যাশড ডেটা ডিলিট হয়ে যাবে। এই ভাবে বিপদের সময় মুহুর্তে স্মার্টফোনে অনেকটা স্টোরেজ ফাঁকা করে নিতে পারবেন। সপ্তাহে অন্তত একবার অ্যানড্রয়েড ফোনের ক্যাশ ক্লিক করুন।

থার্ড পার্টি অ্যাপ

স্টিস্টেম সেটিংস থেকে ক্যাশ ডেটা ডিলিট করার  পরেও স্মার্টফোনে অনেক টেম্পোরারি ফাইল থেকে যায়। অতিরিক্ত টেম্পোরারি ফাইল ডিলিট করতে থার্ড পার্ট অ্যাপ এর সাহায্য নিতে পারেন। এই জন্য নিজের অ্যানড্রয়েড ফোনে Droid Optimizer অ্যাপ ব্যবহার করতে পারেন। Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। Droid Optimizer ওপেন করে ‘Clean Up' সিলেক্ট করুন। এর পরে ‘Junk Finder' সিলেক্ট করে ‘Scan' শুরু করে দিন। স্ক্যান শেষ হলে বিভিন্ন বিভাগে ফোনের ‘জাঙ্ক ফাইল' দেখা যাবে। যে ফাইল ডিলিট করতে চান সিলেক্ট করে ডান দিকে নীচে ডিলিট আইকন সিলেক্ট করুন।

তবে মাথায় রাখবেন Play Store এ অনেক মেমোরি ক্লিন করার অ্যাপ রয়েছে যা ফোনের ব্যাটারি নষ্ট করে ও ম্যালওয়্যার নিয়ে আসে। তাই অন্য মেমোরি ক্লিন করার অ্যাপ ব্যবহারের আগে রিভিউ পড়ে নিন।

Google Photos ব্যবহার করুন

স্মার্টফোনে সবথেকে বেশি স্টোরেজ নিয়ে থাকে ছবি ও ভিডিও। তবে খুব সহজেই ফোনের ছবি ও ভিডিও  ব্যাক আপ নিয়ে তা ফোন থেকে ডিলিট করে দেওয়া সম্ভব। এই জন্য শুরুতেই Play Store থেকে Google Photos অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। স্মার্টফোনে একাধিক Google অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে যে অ্যাকাউন্টে ব্যাক আপ নিতে চান তা সিলেক্ট করুন। এবার বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Settings' এ যান। ‘Backup & Sync' সিলেক্ট করুন। এখানে ব্যাক আপ মোড ‘High Quality' সিলেক্ট করলে Google Photos এ আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই মোডে সব ছবি 16 মেগাপিক্সেল সাইজে সেভ হবে। তবে অরিজিনাল কোয়ালিটির ছবি ব্যাক আপ নিতে চাইলে 15GB স্টরেজ বিনামূল্যে দেবে Google।

ক্যামেরা ছাড়াও অন্য কোন ফোল্ডার Google Phoptos এ ব্যাক আপ নিতে চাইলে ‘Backup mode' এর নীচে ‘Back up device folder' সিলেক্ট করে যে ফোল্ডার ব্যাক আপ নিতে চান সিলেক্ট করে নিন।

এই সব সেটিং সিলেক্ট করা হয়ে গেলে মাসে অন্তত একবার Google Photos ওপেন করে বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Free up space' সিলেক্ট করুন। এর পরে ‘Free Up xx.xx GB' সিলেক্ট করলে যে সব ছবির ব্যাক আপ নেওয়া হয়ে গিয়েছে সেই ছবি নিজে থেকেই ফোন মেমোরি থেকে ডিলিট করে দেবে এই অ্যাপ। পরে সেই ছবি ফিরে পেতে ইন্টারনেট কানেকশন অন করে Google Photos ওপেন করতে হবে।

WhatsApp সেটিংস বদল করুন

এ তো গেল স্টোরেজ ফাঁকা করার উপায়। তবে আগে থেকে সতর্ক হলে স্মার্টফোনে স্টোরেজ ভর্তি হওয়া বন্ধ করা যেতে পারে। সবাই কম বেশি WhatsApp গ্রুপের সদস্য। সেখানে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট হতে থাকে। এই সব ছবি ও ভিডিও আমরা না চাইলেও ফোনের স্টোরেজে জমা হতে থাকে। যা ক্রমশ ফোনের স্টোরেজ শেষ করে দেয়। Whatsapp এ অটোমেটিক মিডিয়া ডাউনলোডের অপশন বন্ধ করে এই সমস্যা থেকে রেহাই মিলবে।

শুরুতেই WhatsApp ওপেন  করে ডান দিকে উপরে মেনি বাটন সিলেক্ট করে ‘Settings' সিলেক্ট করুন। এর পরে ‘Data and storage usage' সিলেক্ট করুন। এখানে Media auto Download বিভাগের অধীনে ডেটা, ওয়াইফাই আর রোমিং এই তিনটি অপশানে ‘No Media' সিলেক্ট করুন।

এবার WhatsApp এ আর কোন ছবি আর ভিডিও নিজে থেকে ফোনে সেভ হবে না। যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান সেই ছবি বা ভিডিওর উপরে ট্যাপ করলে ডাউনলড শুরু হয়ে যাবে।

উপরের উপায়গুলি ছাড়াও ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা আমরা খব কম ব্যবহার করি। এই অ্যাপগুলি ফোন থেকে আনইনস্টল করে ব্রাউজার থেকে সেই সব সার্ভিস ব্যবহার করলে ফোনে স্টোরেজে তার প্রভাগ পরবে। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 8,300mAh ব্যাটারি ও 512GB স্টোরেজের সাথে বাজার কাঁপাতে আসছে Honor X70
  2. Amazon Prime Day 2025 সেলে Samsug Galaxy S24 Ultra ফোনের দাম 55,000 টাকা কমছে
  3. এবার AI গেমিং ফোন এনে বাজার কাঁপাতে চলেছে Infinix, ফিচার্স শুনলে অবাক হবেন
  4. চাইনিজ ফোনদের ঘুম কেড়ে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 64MP ক্যামেরার ফোন আনছে Lava
  5. Honor X9c 5G অবশেষে ভারতে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা ও 6,600Ah ব্যাটারি
  6. Itel City 100 মাত্র 7,599 টাকায় বাজারে এল, সাথে 2,999 টাকার স্পিকার সম্পূর্ণ ফ্রি
  7. ফাটাফাটি ফিচার্সের সাথে Vivo দুটি অনবদ্য স্মার্টফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  8. বর্ষায় প্রকৃতির রঙে সেজে উঠল iQOO 13, ফ্ল্যাগশিপ প্রসেসর ও প্রিমিয়াম ক্যামেরার জাদুতে জিতবে মন
  9. Google Veo 3 এখন ভারতে, শব্দ লিখলেই বানিয়ে দেবে ভাইরাল ভিডিয়ো, বলবে কথা, দেবে সুরও!
  10. Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »