স্মার্টফোনে স্টোরেজ কমে আসছে? এই টোটকায় মিলবে সমাধান

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyya, আপডেট: 18 সেপ্টেম্বর 2019 16:48 IST

স্মার্টফোনে ন্যুনতম 32GB স্টোরেজ থাকলেও এই সমস্যা থেকে রেহাই মিলছে না

ছবি তোলার জন্য পকেট থেকে স্মার্টফোন (Smartphone) হাতে নিয়ে ক্যামেরা অ্যাপ ওপেন করে শাটার বাটনে ট্যাপ করতেই ফোনের ডিসপ্লে জানিয়ে দিল 'স্টোরেজ ফুল' (Storage full)। জীবনে অন্তত একবার সবাই এই সমস্যা সম্মুখীন হয়েছেন। প্রয়োজনের সময় স্মার্টফোনে স্টোরেজের সমস্যা জীবন ওষ্ঠাগত করে তুলতে পারে। আজকাল বেশিরভাগ স্মার্টফোনে ন্যুনতম 32GB স্টোরেজ থাকলেও এই সমস্যা থেকে রেহাই মিলছে না। শুধুমাত্র স্টোরেজ ক্লিন না করে এই সমস্যার (Clean Storage) গভীরে গিয়ে সমাধান মিলবে কীভাবে? দেখে নিন . . . 

নিয়মিত ক্যাশড ডেটা ক্লিয়ার করুন

যে কোন অপারেটিং সিস্টেম চলার সময় কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। যা অপারেটিং সিস্টেমকে মসৃণভাবে চলতে সাহায্য করে। কিন্তু কিছু সময় পরে এই ফাইলগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। প্রয়োজন শেষ হলেও ফোনে এই ফাইলগুলি সেভ হয়ে থাকে। নিয়মিত অ্যানড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ফাইল ডিলিট করলে অনেকটা ফ্রি স্টোরেজ পাওয়া যাবে। অ্যানড্রয়েড ডিভাইস থেকে ক্যাশ ডেটা ডিলিট করতে Settings -> Storage এ যান। সেখানে 'Cached Data' লেখার উপরে ট্যাপ করলে তা ডিলিট করতে চান কি না জানতে চাইবে আপনার স্মার্টফোন। এর পরে 'OK' অপশন সিলেক্ট করে ডিলিট করার নির্দেশ দিলে কয়েক সেকেন্ড পরে আপনার ফোনের ক্যাশড ডেটা ডিলিট হয়ে যাবে। এই ভাবে বিপদের সময় মুহুর্তে স্মার্টফোনে অনেকটা স্টোরেজ ফাঁকা করে নিতে পারবেন। সপ্তাহে অন্তত একবার অ্যানড্রয়েড ফোনের ক্যাশ ক্লিক করুন।

থার্ড পার্টি অ্যাপ

স্টিস্টেম সেটিংস থেকে ক্যাশ ডেটা ডিলিট করার  পরেও স্মার্টফোনে অনেক টেম্পোরারি ফাইল থেকে যায়। অতিরিক্ত টেম্পোরারি ফাইল ডিলিট করতে থার্ড পার্ট অ্যাপ এর সাহায্য নিতে পারেন। এই জন্য নিজের অ্যানড্রয়েড ফোনে Droid Optimizer অ্যাপ ব্যবহার করতে পারেন। Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। Droid Optimizer ওপেন করে ‘Clean Up' সিলেক্ট করুন। এর পরে ‘Junk Finder' সিলেক্ট করে ‘Scan' শুরু করে দিন। স্ক্যান শেষ হলে বিভিন্ন বিভাগে ফোনের ‘জাঙ্ক ফাইল' দেখা যাবে। যে ফাইল ডিলিট করতে চান সিলেক্ট করে ডান দিকে নীচে ডিলিট আইকন সিলেক্ট করুন।

তবে মাথায় রাখবেন Play Store এ অনেক মেমোরি ক্লিন করার অ্যাপ রয়েছে যা ফোনের ব্যাটারি নষ্ট করে ও ম্যালওয়্যার নিয়ে আসে। তাই অন্য মেমোরি ক্লিন করার অ্যাপ ব্যবহারের আগে রিভিউ পড়ে নিন।

Advertisement

Google Photos ব্যবহার করুন

স্মার্টফোনে সবথেকে বেশি স্টোরেজ নিয়ে থাকে ছবি ও ভিডিও। তবে খুব সহজেই ফোনের ছবি ও ভিডিও  ব্যাক আপ নিয়ে তা ফোন থেকে ডিলিট করে দেওয়া সম্ভব। এই জন্য শুরুতেই Play Store থেকে Google Photos অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। স্মার্টফোনে একাধিক Google অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে যে অ্যাকাউন্টে ব্যাক আপ নিতে চান তা সিলেক্ট করুন। এবার বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Settings' এ যান। ‘Backup & Sync' সিলেক্ট করুন। এখানে ব্যাক আপ মোড ‘High Quality' সিলেক্ট করলে Google Photos এ আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই মোডে সব ছবি 16 মেগাপিক্সেল সাইজে সেভ হবে। তবে অরিজিনাল কোয়ালিটির ছবি ব্যাক আপ নিতে চাইলে 15GB স্টরেজ বিনামূল্যে দেবে Google।

Advertisement

ক্যামেরা ছাড়াও অন্য কোন ফোল্ডার Google Phoptos এ ব্যাক আপ নিতে চাইলে ‘Backup mode' এর নীচে ‘Back up device folder' সিলেক্ট করে যে ফোল্ডার ব্যাক আপ নিতে চান সিলেক্ট করে নিন।

এই সব সেটিং সিলেক্ট করা হয়ে গেলে মাসে অন্তত একবার Google Photos ওপেন করে বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Free up space' সিলেক্ট করুন। এর পরে ‘Free Up xx.xx GB' সিলেক্ট করলে যে সব ছবির ব্যাক আপ নেওয়া হয়ে গিয়েছে সেই ছবি নিজে থেকেই ফোন মেমোরি থেকে ডিলিট করে দেবে এই অ্যাপ। পরে সেই ছবি ফিরে পেতে ইন্টারনেট কানেকশন অন করে Google Photos ওপেন করতে হবে।

WhatsApp সেটিংস বদল করুন

Advertisement

এ তো গেল স্টোরেজ ফাঁকা করার উপায়। তবে আগে থেকে সতর্ক হলে স্মার্টফোনে স্টোরেজ ভর্তি হওয়া বন্ধ করা যেতে পারে। সবাই কম বেশি WhatsApp গ্রুপের সদস্য। সেখানে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট হতে থাকে। এই সব ছবি ও ভিডিও আমরা না চাইলেও ফোনের স্টোরেজে জমা হতে থাকে। যা ক্রমশ ফোনের স্টোরেজ শেষ করে দেয়। Whatsapp এ অটোমেটিক মিডিয়া ডাউনলোডের অপশন বন্ধ করে এই সমস্যা থেকে রেহাই মিলবে।

শুরুতেই WhatsApp ওপেন  করে ডান দিকে উপরে মেনি বাটন সিলেক্ট করে ‘Settings' সিলেক্ট করুন। এর পরে ‘Data and storage usage' সিলেক্ট করুন। এখানে Media auto Download বিভাগের অধীনে ডেটা, ওয়াইফাই আর রোমিং এই তিনটি অপশানে ‘No Media' সিলেক্ট করুন।

এবার WhatsApp এ আর কোন ছবি আর ভিডিও নিজে থেকে ফোনে সেভ হবে না। যে ছবি বা ভিডিও ডাউনলোড করতে চান সেই ছবি বা ভিডিওর উপরে ট্যাপ করলে ডাউনলড শুরু হয়ে যাবে।

উপরের উপায়গুলি ছাড়াও ফোনে এমন অনেক অ্যাপ থাকে যা আমরা খব কম ব্যবহার করি। এই অ্যাপগুলি ফোন থেকে আনইনস্টল করে ব্রাউজার থেকে সেই সব সার্ভিস ব্যবহার করলে ফোনে স্টোরেজে তার প্রভাগ পরবে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Smartphone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ক্রেজি অফারের সঙ্গে Nothing Phone 3 Lite-এর সেল শুরু, ট্রান্সপারেন্ট স্টাইলের স্মার্টফোন সবথেকে সস্তায়!
  2. Xiaomi Mix TriFold: Samsung-কে টেক্কা দিতে ট্রাই-ফোল্ড ফোন আনছে Xiaomi, লঞ্চ 2026 সালে
  3. Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরার ফোন 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় এই অফার জেনে নিন
  4. Poco C85 5G: বাজেট ফোনে এত সুন্দর ডিজাইন! বাজার কাঁপাতে আসছে পোকো
  5. Realme বর্ষশেষে বড় ধামাকা নিয়ে হাজির, শীঘ্রই লঞ্চ হচ্ছে Narzo সিরিজের দুই নতুন ফোন
  6. Apple-এর নতুন চমক, আসছে iPhone 17 সিরিজের সবচেয়ে সস্তা মডেল iPhone 17e, লঞ্চ কবে জেনে নিন
  7. Realme P4x 5G সস্তায় 7000mAh ব্যাটারি ও গেমিং ফিচার্স নিয়ে লঞ্চ হল, এক চার্জে 20 ঘন্টা ইউটিউব দেখা যাবে
  8. Motorola ভারতে এত পাতলা স্মার্টফোন আনছে যে বিশ্বাস হবে না! ডিসেম্বরে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  9. ডিসেম্বরে সেরা অফার, 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Oppo স্মার্টফোন
  10. OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.