কয়েক বছর আগেও ভালো ক্যামেরা অথবা পারফর্মেন্সের স্মার্টফোন কেনার পরিকল্পনা করলে পকেট ফাঁকা হয়ে যাওয়ার ভয় থাকতো। সম্প্রতি এই ছবিটা বদলেছে। আজকাল দশ হাজার টাকার কম দামে স্মার্টফোনেও দুর্দান্ত ক্যামেরা, ব্যাটারি ও পারফর্মেন্স পাওয়া যাচ্ছে। Redmi, Realme, Asus, Samsung সহ সব জনপ্রিয় সব কোম্পানি বাজেট সেগমেন্টকে পাখির চোখ করে একের পর এক স্মার্টফোন নিয়ে এসেছে। এক নজরে 10,000 টাকার কম দামের সেরা স্মার্টফোনগুলি দেখে নিন।
প্রধান আকর্ষন – ফোনের পিছনে চারটি ক্যামেরা
Realme 5 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
9,999 টাকায় Realme 5 ফোনের বেস ভারিয়েন্ট পাওয়া যাবে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM আর 32GB স্টোরেজ। তবে 4GB RAM আর 128GB স্টোরেজে Realme 5 কিনতে 11,999 টাকা খরচ হবে। এছাড়াও রয়েছে একটি 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, দাম 10,999 টাকা।
সম্প্রতি বাজেট সেগমেন্টের দখল নিতে ভারতে এই ফোন লঞ্চ করেছে Realme। এই ফোনের প্রধান আকর্ষন কোয়াড রিয়ার ক্যামেরা। এই প্রথম 10,000 টাকার কম দামে কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার হয়েছে। ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল সেন্সর থাকছে।
ফোনের পিছনে চারটি ক্যামেরা ছাড়াও Realme 5 ফোনে থাকছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে, 5,000 mAh ব্যাটারি আর Snapdragon 665 চিপসেট।
প্রধান আকর্ষন – 48 মেগাপিক্সেল ক্যামেরা
Redmi Note 7S ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
9,999 টাকা থেকে Redmi Note 7S ফোনের দাম শুরু হচ্ছে। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM আর 32GB স্টোরেজ। 4GB RAM আর 64GB স্টোরেজে Redmi Note 7S এর দাম 11,999 টাকা।
এই বছর শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। এটাই বিশ্বের প্রথম 48 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। পরে এই ফোনের নাম বদলে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7S। Xiaomi -র এই বাজেট ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তবে Redmi Note 7 Pro ফোনে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর ব্যবহার হলেও Redmi Note 7S ফোনে থাকছে 48 মেগাপিক্সেল Samsung GM1 সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
48 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ছাড়াও Redmi Note 7S ফোনে থাকছে Snnapdragon 660 চিপসেট, 4,000 mAh ব্যাটারি আর 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে।
প্রধান আকর্ষন – প্রায় দুই দিন ব্যাক আপ
Asus Zenfone Max Pro M1 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি
গত বছর লঞ্চ হওয়া Asus Zenfone Max Pro M1 এখনও বাজেট সেগমেন্ট বাজারে সমান জনপ্রিয়। গত দেড় বছরে এই ফোনের দাম অনেকটাই কমেছে। এখন 7,999 টাকায় Asus Zenfone Max Pro M1 পাওয়া যায়। বেস ভেরিয়েন্টে থাকছে 3GB RAM আর 32GB স্টোরেজ। 4GB RAM আর 64GB স্টোরেহে Asus Zenfone Max Pro M1 এর দাম 8,999 টাকা।
Asus Zenfone Max Pro M1 ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সাথে থাকছে শক্তিশালী Snapdragon 636 চিপসেট। এত কম দামে বাজারে আর কোন স্মার্টফোনে এই ফিচার পাওয়া যাচ্ছে না। সাথে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনের প্রায় স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের কল্যানে খুব সহজেই এই ফোনে দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।
ছবি তোলার জন্য Zenfone Max Pro M1 ফোনে রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Asus।
প্রধান আকর্ষন – স্টক অ্যানড্রয়েড
Mi A2 ফোনে থাকছে স্টক অ্যানড্রয়েড
9,999 টাকা দামে Mi A2 ফোন পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। 6GB RAM আর 128GB স্টোরেজে Mi A2 কিনতে 15,999 টাকা খরচ হবে।
Android One প্রোগ্রামের অফহীনে লঞ্চ হয়েছিল Mi A2। এই ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। যে কোন অ্যানড্রয়েড আপডেট এই ফোন দ্রুত পৌঁছে যাবে। Mi A2 ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 3,010 mAh ব্যাটারি। তবে এই ফোন থেকে বাদ গিয়েছে 3.5 মিমি অডিও জ্যাক।
ছবি তোলার জন্য Mi A2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 20 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 12 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন