আকর্ষণীয় নতুন ডিজাইন ও দামে সাথে ভারতে HMD Barbie Phone লঞ্চ হলো

HMD Barbie Phone তে একটি 1,450mAh-এর ব্যাটারী আছে।

আকর্ষণীয় নতুন ডিজাইন ও দামে সাথে ভারতে HMD Barbie Phone লঞ্চ হলো

Photo Credit: HMD

গত বছরের আগস্টে নির্বাচিত কিছু বিশ্ব বাজারে HMD Barbie Phone বাজারে আসে।

হাইলাইট
  • ভারতে মার্চ মাসে HMD Barbie Phone-টি লঞ্চ হয়েছিল
  • এই ফ্লিপ ফোনটিতে একটি 1,450mAh ব্যাটারী আছে
  • শুধুমাত্র গোলাপী রঙের বিকল্পে ফোনটি কিনতে পাওয়া যাবে
বিজ্ঞাপন

আজ 21সে এপ্রিল ভারতে HMD Barbie Phone বিক্রি হতে চলেছে। এই প্রথমবার এটি বিক্রি করা হবে দেশের বাজারে । বিগত মার্চ মাসে ভারতের বাজারে এই ফ্লিপ-স্টাইল ফোনটি একটি 2.8 ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং একটি 1.77-ইঞ্চির কভার ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছিল। এর আগে ফোনটি আগের বছর আগস্ট মাসে বিশ্বের কিছু বাজারে উন্মোচিত হয়েছিল। বার্বি থিম যুক্ত HMD ফোনটি শুধুমাত্র গোলাপী রঙ দ্বারা সজ্জিত হয়ে এসেছে এবং সাথে কিছু নিজস্ব জিনিসপত্রও এনেছে। ফোনটির বাক্সকে গয়নার বাক্সের মত করে ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে।ভারতে HMD Barbie Phone-এর দাম,কোম্পানি ঠিক করেছে যে, ভারতে এই HMD Barbie Phone-এর মূল্য 7,999 টাকা হবে। 21সে এপ্রিল থেকে ফোনটি ভারতীয় HMD ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে দুপুর 12টা থেকে একমাত্র গোলাপী রঙের বিকল্পে কেনা যাবে।এই ফোনটির সাথে দেওয়া বাক্সটিকে গয়নার বাক্স হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে কোম্পানি জানিয়েছে। এটির সাথে আকর্ষণীয় বার্বি থিমের ব্যাক কভার, স্টিকার এবং পুঁথি দিয়ে সাজানো স্ট্র্যাপ দিয়েছে কোম্পানী। বিগত বছরে এই ফ্লিপ-ফোনটি আমেরিকাতে $129 (প্রায় 10,800 টাকায়) লঞ্চ করা হয়েছিল।

HMD Barbie Phone-এর বৈশিষ্ট্য:

HMD Barbie Phone-টি ডুয়াল সিম যুক্ত। HMD Barbie Phone-টি S30+ অপারেটিং সিস্টেম পেয়েছে। ফোনটি বার্বি থিমের ওয়ালপেপার ও অনেকগুলি ওইরকম অ্যাপ আইকন সহ উপস্থিত হয়েছে। ফোনটির অভ্যন্তরীণ QVGA স্ক্রিনটি 2.8 ইঞ্চির এবং এটিতে একটি 1.77 ইঞ্চির QQVGA কভার ডিসপ্লে আছে। ফোনটির বাইরে যে স্ক্রিনটি আছে সেটিকে আয়নার মতো করে ব্যবহার যাবে বলে জানানো হয়েছে। এটি 64MB RAM এবং 128MB স্টোরেজ সহ Unisoc T107 SoC -তে চলবে। এই স্টোরেজটিকে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়াও এই নতুন HMD Barbie Phone-টিতে ব্লু-টুথ 5.0, একটি 3.5 মিমির অডিও জ্যাক এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। এটি তারযুক্ত এবং তারবিহীন FM রেডিও এবং একটি MP3 প্লেয়ার দ্বারা সজ্জিত হয়ে উপস্থিত হয়েছে। ফোনটিতে একটি LED ফ্ল্যাশ লাইট সহ 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি 1,450mAh ব্যাটারীও আছে।

এই ফোনটি পরিমাপ 18.9×108.4×55.1 মিমি (বন্ধ থাকাকালীন) এবং এর ওজন 123.5 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  2. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  3. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  4. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  5. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  6. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  7. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  8. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  9. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  10. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »