HMD Barbie Phone তে একটি 1,450mAh-এর ব্যাটারী আছে।
Photo Credit: HMD
গত বছরের আগস্টে নির্বাচিত কিছু বিশ্ব বাজারে HMD Barbie Phone বাজারে আসে।
আজ 21সে এপ্রিল ভারতে HMD Barbie Phone বিক্রি হতে চলেছে। এই প্রথমবার এটি বিক্রি করা হবে দেশের বাজারে । বিগত মার্চ মাসে ভারতের বাজারে এই ফ্লিপ-স্টাইল ফোনটি একটি 2.8 ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে এবং একটি 1.77-ইঞ্চির কভার ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছিল। এর আগে ফোনটি আগের বছর আগস্ট মাসে বিশ্বের কিছু বাজারে উন্মোচিত হয়েছিল। বার্বি থিম যুক্ত HMD ফোনটি শুধুমাত্র গোলাপী রঙ দ্বারা সজ্জিত হয়ে এসেছে এবং সাথে কিছু নিজস্ব জিনিসপত্রও এনেছে। ফোনটির বাক্সকে গয়নার বাক্সের মত করে ব্যবহার করা যাবে বলে দাবি করা হয়েছে।ভারতে HMD Barbie Phone-এর দাম,কোম্পানি ঠিক করেছে যে, ভারতে এই HMD Barbie Phone-এর মূল্য 7,999 টাকা হবে। 21সে এপ্রিল থেকে ফোনটি ভারতীয় HMD ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে দুপুর 12টা থেকে একমাত্র গোলাপী রঙের বিকল্পে কেনা যাবে।এই ফোনটির সাথে দেওয়া বাক্সটিকে গয়নার বাক্স হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে কোম্পানি জানিয়েছে। এটির সাথে আকর্ষণীয় বার্বি থিমের ব্যাক কভার, স্টিকার এবং পুঁথি দিয়ে সাজানো স্ট্র্যাপ দিয়েছে কোম্পানী। বিগত বছরে এই ফ্লিপ-ফোনটি আমেরিকাতে $129 (প্রায় 10,800 টাকায়) লঞ্চ করা হয়েছিল।
HMD Barbie Phone-টি ডুয়াল সিম যুক্ত। HMD Barbie Phone-টি S30+ অপারেটিং সিস্টেম পেয়েছে। ফোনটি বার্বি থিমের ওয়ালপেপার ও অনেকগুলি ওইরকম অ্যাপ আইকন সহ উপস্থিত হয়েছে। ফোনটির অভ্যন্তরীণ QVGA স্ক্রিনটি 2.8 ইঞ্চির এবং এটিতে একটি 1.77 ইঞ্চির QQVGA কভার ডিসপ্লে আছে। ফোনটির বাইরে যে স্ক্রিনটি আছে সেটিকে আয়নার মতো করে ব্যবহার যাবে বলে জানানো হয়েছে। এটি 64MB RAM এবং 128MB স্টোরেজ সহ Unisoc T107 SoC -তে চলবে। এই স্টোরেজটিকে চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এছাড়াও এই নতুন HMD Barbie Phone-টিতে ব্লু-টুথ 5.0, একটি 3.5 মিমির অডিও জ্যাক এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া হয়েছে। এটি তারযুক্ত এবং তারবিহীন FM রেডিও এবং একটি MP3 প্লেয়ার দ্বারা সজ্জিত হয়ে উপস্থিত হয়েছে। ফোনটিতে একটি LED ফ্ল্যাশ লাইট সহ 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি 1,450mAh ব্যাটারীও আছে।
এই ফোনটি পরিমাপ 18.9×108.4×55.1 মিমি (বন্ধ থাকাকালীন) এবং এর ওজন 123.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset