এসে গেলো স্ব- মেরামতের কিট সহ সজ্জিত নতুন স্মার্টফোন HMD Skyline

আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মাণ সহ পরিবর্তনশীল ব্যাটারী দ্বারা সজ্জিত নতুন স্মার্টফোন HMD Skyline

এসে গেলো স্ব- মেরামতের কিট সহ সজ্জিত নতুন স্মার্টফোন HMD Skyline

Photo Credit: HMD

HMD Skyline comes in Neon Pink and Twisted Black colourways

হাইলাইট
  • HMD Skyline ফোনটির বাম প্রান্তে একটি কাস্টম বোতাম যুক্ত করা হয়েছে
  • হ্যান্ডসেটটিকে ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য একটি IP54-রেটিং নির্মাণ করা
  • স্মার্টফোনটি তারযুক্ত, তারবিহীন এবং রিভার্স তারবিহীন চার্জিং ব্যাবস্থাকে
বিজ্ঞাপন

ইউরোপের বাজারে লঞ্চ হওয়ার দুই মাস পর এবার ভারতে সোমবার HMD skyline লঞ্চ করা হয়েছে। হ্যান্ডসেটটিকে 12 জিবি RAM এর সহ Snapdragon 7S Gen 2 চিপসেট প্রসেসর দ্বারা সজ্জিত করা হয়েছে। এটি স্ব-মেরামতের কিট সহ একটি 4,600 mAh ব্যাটারী দ্বারা চালিত। ব্যাবহারকারীরা ফোনের কিছু অংশ সহ ব্যাটারী এবং ডিসপ্লেটিকে আলাদা করতে পারবে এবং প্রতিস্থাপনও করতে পারবে। স্মার্টফোনটি অ্যানড্রয়েড 14 দ্বারা চালিত। ফোনটিতে 108 মেগাপিক্সেলের ত্রিমাত্রিক ক্যামেরা ইউনিট আছে এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

ভারতে HMD skyline এর দাম এবং উপলব্ধতা:

ভারতে HMD skyline এর 12জিবি+ 256 জিবি বিকল্পের দাম 35,999 টাকা। ফোনটি নিয়ন গোলাপী এবং টুইস্টেড কালো রঙে পাওয়া যাবে। ভারতে ফোনটি অ্যামাজন, ভারতীয় HMD ওয়েবসাইট এবং অফলাইন খুচরো দোকানের মাধ্যমে ক্রয় করা যাবে।

HMD skyline এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

নতুন HMD skyline ফোনটি কর্ণিং গোরিলা গ্লাস 3 এর সুরক্ষা সহ একটি 6.55 ইঞ্চির Full HD+ (1,800×2,400 পিক্সেল) pOLED স্ক্রীন দ্বারা সজ্জিত। এটির রিফ্রেশ রেট 144Hz এবং এটি সর্বোচ্চ 1000 নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করে। হ্যান্ডসেটটি snapdragon 7s Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত। এটি 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ দ্বারা সজ্জিত। ফোনটি প্রথম থেকেই অ্যান্ড্রোয়েড 14 দ্বারা নির্মিত।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে ত্রিমাত্রিক ক্যামেরা ইউনিট আছে। যার মধ্যে প্রধান ক্যামেরাটি OIS-এর সমর্থিত 108 মেগাপিক্সেলের, অপরএকটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো শুটার এবং একটি আলট্রা ওয়াইড লেন্স সহ 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ফোনটিতে ভিডিও কলের এবং সেলফির জন্য একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

HMD Skyline ফোনটির বাম প্রান্তে একটি কাস্টম বোতাম যুক্ত করা হয়েছে। এই বোতামটিকে টিপে বা হোল্ড করে বা ডাবল প্রেসের দ্বারা বিভিন্ন কাজের জন্য কাস্টোমাইজ করা যায়। এছাড়াও কোম্পানীর মতে ফোনটি HMD Gen 2 এর মেরামতের সুবিধা সহ সজ্জিত। এটি স্ব-মেরামতের একটি কিটের সাথে আছে এবং এটির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের ডিসপ্লেটি খারাপ হয়ে গেলে পিছনের প্যানেলটি খুলে ডিসপ্লে প্রতিস্থাপন করতে পারবে। স্মার্টফোনটিতে Qualcomm aptX অ্যাডাপটিভ অডিও সমর্থিত ডুয়াল স্পিকার আছে।

হ্যান্ডসেটটি 33W-এর ফার্স্ট চার্জিং সহ একটি 4,600 mAh-এর পরিবর্তনশীল ব্যাটারী দ্বারা সজ্জিত আছে। এটি 15W এর তারছাড়া ম্যাগনেটিক চার্জিং এবং 5W এর তারছাড়া রিভার্স চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে। ফোনটির বাক্সের ভেতর কোনো চার্জার প্রদান করা হয়নি। সংযোগের ক্ষেত্রে ফোনটিতে Wi-Fi 6E, ব্লুটুথ 5.2, GPS, NFC, OTG এবং USB Type-C পোর্ট যুক্ত করা হয়েছে।

নিরাপত্তার জন্য ফোনটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটিকে ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP54 রেটিং নির্মাণ করা আছে। এটির পরিমাপ 160.0× 76.0 ×9.0 মিমি এবং এটির ওজন 210 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »