ডুয়াল সিম Honor 10 Lite ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট।
Android 10 এর সাথেই Honor 10 Lite ফোনে ডার্ক মোড পৌঁছল
ভারতে Honor 10 Lite ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করল। EMUI 10.0.0.159 (C675E17R1P3) ফার্মওয়্যারের হাত ধরে এই ফোনে Android 10 আপডেট পৌঁছেছে। Honor 10 Lite ফোনের সাম্প্রতিকতম আপডেটের সাইজ 3.56GB। দ্রুতগতি ওয়াই-ফাই কানেকশনে এই আপডেট ডাউনলোড করার পরামর্শ দিয়েছে কোম্পানি।
2019 সালের নভেম্বর মাসে এই ফোনে Android 10 বিটা আপডেট পৌঁছেছিল। ফোনের Settings > System > Software update > Check for Updates > Download and install থেকে Honor 10 Lite ফোনে আপডেট ডাউনলোড করে ইন্সটল করা যাবে।
ডুয়াল সিম Honor 10 Lite ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ। Honor 10 Lite এর ভিতরে থাকছে Kirin 710 চিপসেট। এছাড়াও থাকবে 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor 10 Lite এর পিছনে থাকবে 13MP+2MP ডুয়াল ক্যামেরা। সাথে থাকবে 24MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 10 Lite এ থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2 LE, 3.5 মিমি হেডফোন জ্যাক, GPS/ AGPS আর GLONASS। Honor 10 Lite এর ভিতরে থাকবে 3400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset