26 নভেম্বর থেকে Amazon.in এ পাওয়া যাবে Honor 20। জুন মাসে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Huawei। এতদিন শুধুমাত্র Flipkart থেকে Honor 20 পাওয়া যেত। এবার Amazon এর সাথে হাত মিলিয়ে ভারতে এই ফোন বিক্রি করতে Huawei এর সাব ব্র্যান্ড Honor। একই সাথে সস্তা হয়েছে Honor 20। 29 নভেম্বর পর্যন্ত বিশেষ দামে এই ফোন কেনা যাবে।
লঞ্চের সময় ভারতে Honor 20 এর দাম ছিল 32,999 টাকা। এই ফোনে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। যদিও 24,999 টাকায় এখন Flipkart থেকে Honor 20 কেনা যায়। যদিও 26 থেকে 29 নভেম্বরের মধ্যে 2,000 টাকা কম দামে 22,999 টাকায় Amazon.in থেকে Honor 20 কেনা যাবে।
Honor 20 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980। সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ।
Honor 20 ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Honor 20 ফোনে থাকছে একটি 3,750 mAh ব্যাটারি। এই ফোনের আয়তন 154.60x73.97x8.44 মিমি।
আরও পড়ুন:
ডিসেম্বরেই আসছে Oppo Reno 3 সিরিজ
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন