সম্প্রতি লঞ্চ হয়েছে Honor Magic 2। Honor Magic 2 তে রয়েছে লেটেস্ট 7nm HiSilicon Kirin 980 চিপসেট, 40W ফাস্ট চার্জিং, 6,39 ইঞ্চি AMOLED ডিসপ্লেয়ার ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও রয়েছে স্লাইডার ক্যামেরা ডিসজাইন। সম্প্রতি Mi Mix 3 ফোনে এই ডিজাইন দেখা গিয়েছে।
Magic 2 লঞ্চের সময় Honor জানিয়েছিল এই ফোনে কাস্টম Magic 2.0 UI চলবে। কিন্তু শুরুতে বিক্রি হওয়া কিছু ফোনে কোম্পানির অন্যান্য সব ফোনের মতোই EMUI 9.0 UI ইন্সটল ছিল। এবার Honor Magic 2 ফোনে Magic 2.0 UI পৌঁছাতে শুরু করল। একই আপডেটে এই ফোনে পৌঁছে যাবে নভেম্বর মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ।
এক রিপোর্টে জানানো হয়েছে এক ঝলকে নতুন Magic 2.0 UI আর কোম্পানির EMUI 9.0 UI দেখে তফাৎ বোঝার উপায় নেই। তবে নতুন Magic 2.0 UI তে থাকছে রিয়েল টাইম ইন কল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আর YoYo। তবে নতুন এই ইন্টারফেস ডিজাইনের দিক থেকে দেখতে Honor এর আর পাঁচটা ফোনের মতোই।
ডুয়াল সিম Honor Magic 2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন। Honor Magic 2 তে রয়েছে একটি 6.39 ইঞ্চি ফহড+ AMOLED ডিসপ্লে। ফোনে রয়েছে স্লাইডার ডিজাইন। এই স্লাইডারের ভিতরে রয়েছে ফ্রন্ট ক্যামেরা আর ফেস আনলক সেন্সার। Honor Magic 2 এর ভিতরে রয়েছে 7nm HiSilicon Kirin 980 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Honor Magic 2 তে রয়েছে ট্রিপ্ল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 16MP প্রাইমারি সেন্সার। এর সাথেই থাকবে 24MP আর 16MP সেন্সার। ফোনের সামনেও রয়েছে ট্রিল ক্যামেরা সেট আপ। ট্রিপ্ল সেলফি ক্যামেরায় থাকবে 16MP+2MP+2MP সেন্সার। এই ক্যামেরার মাধ্যমেই ক্যামেরার থ্রি ডি ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য 4G VoLTE, Wi-Fi 802.11ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর একটি USB Type-C পোর্ট। Honor Magic 2 তে রয়েছে একটি 3,500 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন